সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৮ জুন ২০২৩, ২১:১১

লোডশেডিং ও বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিবাদে

চাঁদপুর জেলা বিএনপির অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা বিএনপির অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি পেশ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি। লোডশেডিং ও বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিবাদে ৮ জুন বৃহস্পতিবার বেলা বারোটায় চাঁদপুর বিদ্যুৎ অফিসের সামনে এই কর্মসূচি পালন করা হয়। পরে দলের নেতৃবৃন্দ চাঁদপুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান ভূঁঞার কাছে একটি স্মারকলিপি পেশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, জেলা বিএনপি নেতা জসিম উদ্দিন খান বাবুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী, সেলিমুছ সালাম, ফেরদৌস আলম বাবু প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির নেতা আনোয়ার হোসেন বাচ্চু, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, জেলা তাঁতী দলের আহ্বায়ক আলী আহম্মদ সরকার, সদস্য সচিব মজিবুর রহমান লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সামছুল আরেফিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

অবস্থান কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু ও মুনির চৌধুরী। নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকার কুইক রেন্টাল দুর্নীতি ও অপরিকল্পিত বিদ্যুৎ প্লান্ট করে কোটি কোটি টাকা লোপাট করেছে। সে কারণে দেশে বিদ্যুতের এই দুরবস্থা। বিদ্যুৎ বিভ্রাট লোডশেডিং যেভাবে চলছে তাতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জনগণ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায়। আমরা এই স্বৈরাচারী সরকারের বিদায়ের দাবিসহ বিদ্যুতের এই চরম বিপর্যয়ের দ্রুত সমাধানের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি দিয়েছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়