প্রকাশ : ০১ জুন ২০২৩, ১১:৪১
মতলব উত্তরে বিশ্ব তামাকমুক্ত দিবসে র্যালী ও আলোচনা সভা
তামাক মানবদেহের জন্য একটি ক্ষতিকারক দ্রব্য : উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কদ্দুস
মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস দিবস ২০২৩ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আল এমরান খানের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা মো. আনিসুর রহমান তপুর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কন্সালটেন্ট ডা. ইসমাইল হোসেন।
আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিন, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের আরাফাত আল-আমিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম।
প্রধান অতিথির বক্তৃতায় বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, তামাক মানবদেহের জন্য একটি ক্ষতিকারক দ্রব্য। যারা তামাক গ্রহণ করেন তারা জটিল রোগে আক্রান্ত হয়েছেন। তাই আমি অনুরোধ করব ধুমপান না করার জন্য।
তিনি আরও বলেন, মতলবে কোন তামাক চাষ হয় না। তবে মতলব উত্তরে ব্যাপক পরিমাণ ধ‚মপায়ী এবং তামাক সেবনকারী রয়েছেন। এ ব্যাপারে আমাদের সবাইকে আরো সচেতন হয়ে তামাকমুক্ত থাকতে হবে। এমএ কুদ্দুস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যাচার দৃঢ়তার সাথে দেশ পরিচালনা করছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দিবেন।