শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

গণমানুষের আবেগ-অনুভূতির দল আওয়ামী লীগ : অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

প্রকাশ : ২৪ জুন ২০২১, ২১:১৮

গণমানুষের আবেগ-অনুভূতির দল আওয়ামী লীগ : অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি
মতলব (উত্তর) উপজেলা আ'লীগের আলোচনা সভা ও কেক কাটা
মাহবুব আলম লাভলু, মতলব (উত্তর) ব্যুরো চীফ

আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, গণমানুষের আবেগ-অনুভূতির দল আওয়ামী লীগ। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার কে. এম. দাস. লেনের রোজ গার্ডেনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। নতুন এ দলের নামকরণ হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিমলীগ। মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে সভাপতি, আতাউর রহমান খান, শওকত হোসেন ও আলী আহমদ খানকে সহ-সভাপতি, শামসুল হককে সাধারণ সম্পাদক, শেখ মুজিব (তখন কারাবন্দি) ও এ. কে. রফিকুল হোসেনকে যুগ্ম সম্পাদক এবং ইয়ার মোহাম্মদ খানকে কোষাধ্যক্ষ করে গঠিত হয় আওয়ামী মুসলিমলীগ।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, ১৯৫৫ সালের ২১-২৩ অক্টোবরের তৃতীয় কাউন্সিল সভায় ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির অধিকারী হিসেবে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে পুরনো ও বৃহৎ রাজনৈতিক দলের অন্যতম। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আওয়ামী লীগ মুখ্য ভূমিকা পালন করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ দল মানুষের প্রয়োজনে কাজ করে যাচ্ছে। এমনকি বলা যায়, আওয়ামী লীগের জন্মই হয়েছে এ দেশের মানুষের প্রয়োজনে।

আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, সময়ের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানো এ দলটির ঐতিহ্য। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ দলের নেতৃত্ব দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়েছিলেন শেখ মুজিব এই দলটিকে নেতৃত্ব দিয়ে। এই দেশের মহান স্বাধীনতা অর্জন হয়েছিল এই দলটির নেতৃত্বে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম. এ. কুদ্দুস, মতলব উত্তর উপজেলা আ'লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, কবির হোসেন মাস্টার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মনোয়ারুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, সদস্য বাবু রাধেশ্যাম সাহা চান্দু, লিয়াকত আলী, ছেঙ্গারচর পৌর আ'লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, কৃষিবিদ মজিবুর রহমান, আ'লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মিজানুর রহমান, ষাটনল ইউনিয়ন আ'লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শরীফ উল্লা সরকার, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, ছেঙ্গারচর পৌর আ'লীগ নেতা আতিকুর রহমান আতিক, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান বেপারী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিরাজ খালিদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা কৃষক লীগের সাধারণ মানুষ জিএম ফারুক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, মহিলা আওয়ামী লীগ নেত্রী লাভলী আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ শাহজালাল মাস্টার, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সরকার, আবু হানিফ অভি প্রমুখ।

আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকলের জন্য দোয়া করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে বৃক্ষ রোপন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়