শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩, ১৯:২৩

মতলব মাদ্রাসার উপধ্যাক্ষের বিদায় সংবর্ধনা ও ঈদ পুর্নমিলনী

রেদওয়ান আহমেদ জাকির
মতলব মাদ্রাসার উপধ্যাক্ষের বিদায় সংবর্ধনা ও ঈদ পুর্নমিলনী

মতলব দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে উপাধ্যক্ষ মাওলানা মুহাঃ মুয়াজ্জম হুসাইনের বিদায় সংবর্ধনা, দাখিল ও আলিম পরীক্ষার ২০২২ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান গত ২৩ এপ্রিল রবিবার দুপুরে মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মতলব দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি প্রভাষক মোঃ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাকছুদ আহমাদ মালেক প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মুহাঃ মুয়াজ্জম হুসাইন, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ লোকমান হাবীব, বিদায় অনুষ্ঠান উপ-কমিটির আহবায়ক মোঃ হাসানুজ্জামান ইলিয়াছ, ঈদ পূনর্মিলনী উপ-কমিটির আহবায়ক দেওয়ান মোঃ কবির হোসেন, সংগঠনের নির্বাহী সদস্য (সাবেক এজিএস) মোঃ জহিরুল হক, সহ সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান, আন্তজার্তিক বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মুহাঃ মুয়াজ্জম হুসাইন স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তিনি ১৯৮৭সাল থেকে ২০২২ সাল পর্যন্ত কর্মময় জীবন কাটান। কর্মময় জীবনে তিনি সততা ও নিষ্ঠার সাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। এছাড়াও অনুষ্ঠানে বিদায়ী উপাধ্যক্ষের কর্মময় জীবনের বিভিন্ন গুণাবলীর কথা আলোচনা করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্ঠা হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মতলব দারুল উলুম মাদ্রাসার ছাত্র কল্যাণ পরিষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়