বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩, ১৯:৩০

মতলব দক্ষিণে উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি

রেদওয়ান আহমেদ জাকির
মতলব দক্ষিণে উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি
মতলব দক্ষিণে উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল চৌধুরী।

মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ৮ এপ্রিল এনএএম টাওয়ারের শশী কমিউনিটি সেন্টারে অবস্থান কর্মসূচি পালন করা হয়। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-কৃষি ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল চৌধুরী। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ শুক্কুর পাটোয়ারী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক দেওয়ান সফিকুল ইসলাম, চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস ও জেলা বিএনপি নেতা বদিউল আলম বদু, পৌর বিএনপির সভাপতি শোয়েব সরকার প্রমুখ।

এ সময় উপজেলা ও বিএনপিসহ অঙ্গ ও সহযোগিতা সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়