প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩, ২০:৫৪
চাঁদপুর পৌর ছাত্রলীগ নেতা আরাফাত সানির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
যে কোনো মানবিক কাজে ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে থাকে : শিক্ষামন্ত্রী
|আরো খবর
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরাফাত সানির উদ্যোগে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার ৫ এপ্রিল বিকেল সাড়ে তিনটায় চাঁদপুর হাসান আলী সরকারি হাই স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
এ সময় তিনি বলেন, ছাত্রলীগের ইতিহাস আর বাংলাদেশের ইতিহাস একসাথে জড়িত। ছাত্রলীগ আমাদের ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। স্বাধীনতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন নেতৃত্ব দিয়েছে। যে কোন দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে মানবিক কাজ করে যাচ্ছে ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ। আমরা তাদেরকে মাঠে নেমে কৃষকের জমির ধান কেটে দিতে দেখেছি। করোনার সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেছে আমাদের এই ছাত্রলীগ। তারা দেশসেবা মানুষের সেবার ব্রত নিয়ে এগিয়ে যাবে। আমরা যতো বেশি ভালো কাজে যুক্ত রাখবো কোনো সামাজিক ব্যাধি আমাদেরকে ধরতে পারবে না।
মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করার মাধ্যমে ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যাকে আবারো এ দেশের প্রধানমন্ত্রী নিশ্চিত করবো। দেশের মানুষের উন্নতি অগ্রগতি অব্যাহত থাকবে। যেন তারা শান্তিতে সমৃদ্ধিতে জীবনযাপন করতে পারেন তার ব্যবস্থা আমরা করবো।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ হেলাল হোসাইন, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান প্রমুখ।
এছাড়া চাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরাফাত সানী ও তার বন্ধু মহলসহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিন প্রায় ১৭০০ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতারের খাবার বিতরণ করা হয়।