প্রকাশ : ২৭ মার্চ ২০২৩, ১০:০৫
মহান স্বাধীনতা দিবসে চাঁদপুর জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির সূর্য সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাল চাঁদপুর জেলা বিএনপি। রোববার সকালে চাঁদপুর শহরের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ অঙ্গীকার পাদদেশে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে দলটির স্থানীয় নেতৃবৃন্দ। পরে সেখানেই আমাদের স্বাধীনতা ও শহীদ জিয়া শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম বলেন, বাংলার মানুষ কি স্বাধীন? শুধু একজন স্বাধীন। তিনি হলেন শেখ হাসিনা। নির্লজ্জের মতো বলেন, লন্ডন থেকে অহি আসে। বিএনপি চলে দলের নীতি নির্ধারকদের সিদ্ধান্ত মোতাবেক। আজকে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে কিভাবে স্বাধীন শেখ হাসিনাকে পরাধীন করা যায়। আওয়ামী লীগ কোন যুদ্ধ করেনি। তারা হিন্দুস্থানে গিয়ে পালিয়ে ছিলো । আর বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধ করেছে। শহীদ জিয়ার ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন বাবর।
|আরো খবর
উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, স্বেচ্ছাসেবক দলের নেতা মীর আনোয়ার হোসেন বাচ্চু, কৃষক দল কেন্দ্রীয় নেতা এনায়েত উল্যাহ খোকন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার,জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েল, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক হাবিব ভূঁইয়া , জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ দলীয় নেতৃবৃন্দ ।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম গণতন্ত্র রক্ষা ও নিজেদের অধিকার আদায়ে দলীয় নেতাকর্মীদের শপথ পড়ান।এছাড়াও এদিন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।