প্রকাশ : ০৬ আগস্ট ২০২১, ১৬:৪৩
পুরান বাজার বড় মসজিদে স্বেচ্ছাসেবক লীগ নতুন কমিটির উদ্যোগে দোয়া
শহরের পুরাণ বাজার বড় মসজিদে চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নতুন কমিটির শুভ কামনায় ও ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুসহ পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এবং মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিসহ তাঁরপরিবারের সু-স্বাস্থ্য ও করোনায় আক্রন্ত চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬ আগস্ট শুক্রবার জুম্মাবাদ পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মুফতি ইব্রাহীম খলীল।
এসময় চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর পৌর আওয়ামীলীগ সদস্য নাছির খান, নবগঠিত চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জামিল হায়দার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান জুম্মান, স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা রুবেল মিজি,ইমান গাজী, রনি, মিলন, যুবলীগ নেতা হামজালা শেখ প্রমুখ। এ ছাড়া ১নং ওয়ার্ড আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও মুসল্লীরা উপস্থিত ছিলেন। পরে সবার মাঝে জেলা স্বেচ্ছাসেবক লীগ নতুন কমিটির পক্ষ থেকে মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
চাঁদপুর পৌরসভার মেয়রের সুস্থতা কামনায় পুরাণবাজারে দোয়া
স্টাফ রিপোর্টার।। চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মোঃ জিল্লুর রহমান জুয়েল করোনা আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন। তাঁর আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করে পুরাণ বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পুরাণবাজার ঐতিহাসিক মসজিদে গতকাল শুক্রবার বাদ জুমা এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চাঁদপুর পৌর সভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী মাঝি মেয়রের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পেশ ইমাম মুফতি মোঃ ইব্রাহীম খলীল।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ,পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম,মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ হামিদ মাস্টার,পৌরসভার সাবেক কমিশনার বিল্লাল হোসেন খান,চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি মোঃ নাছির খান,ব্যবসায়ি ও ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রোটাঃ রফিকুল ইসলাম,ব্যবসায়ি শহীদ লস্কর,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নতুন কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক জামিল হায়দার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান জুম্মন, যুবলীগ নেতা হানজালা শেখ,স্বেচ্ছাসেবকলীগের সাবেক নেতা রুবেল মিজিসহ ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মি ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।