প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১১
রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা
জনগণের মাঝে দীপু আপার উন্নয়নের কথা পৌঁছাতে হবে -আলী এরশ্বাদ
চাঁদপুর সদর উপজেলার ১৪ নং রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারী শুক্রবার সকালে রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী ।এসময় তিনি বলেন, ডা. দীপু মনি এমপি এই রাজরাজেশ্বর ইউনিয়নে অনেক উন্নয়ন করেছে।আপনারা কি কখনো চিন্তা করেছেন এই রাজরাজেশ্বরে বিদ্যুৎ আসবে।এছাড়াও রাস্তাঘাট সহ সকল ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে। আমরা যদি এই উন্নয়নের কথা ডা. দীপু মনির কথা জনগণের সামনে তুলে ধরি তাহলে আমাদের ভোট নিয়ে চিন্তা করার কথা না। কারণ মানুষ উন্নয়নের জন্য হলেও আওয়ামী লীগকে ভোট দিবে। আগামী ২৪ তারিখ ডা. দীপু মনি এমপি আপনাদের ইউনিয়নে আসবে। আমরা চাই উনার আগমন সমাবেশ যেন অত্যন্ত সুন্দর ভাবে হয়। সবাইকে ঐক্যবদ্ধভাবে ওইদিনের আয়োজন সফল করতে হবে।
তিনি আরো বলেন, আজকে বিএনপি জামাত যেভাবে অপপ্রচার চালাচ্ছে সে ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। জনগণের সামনে সরকার এবং আমাদের দিপু আপার উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। আওয়ামী লীগের সুনাম এবং অর্জন ধরে রাখার জন্য আমরা সবাই দীপু আপার হয়ে কাজ করব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য দেলোয়ার হোসেন সরকার,সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়নাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সামাদ টুনু,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনির হোসেন গাজী ।
রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাজী মোঃ হযরত আলী বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেপারীর পরিচালনায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন,রাজরাজেশ্বর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শরাফত আলী গাজী,রাজরাজেশ্বর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ গাজী রনি, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জহির সরকার,যুগ্ম আহ্বায়ক বেলাল দেওয়ানসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামী সভাপতি / সাধারণ সম্পাদকগন।
সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন হাফেজ আব্দুর রব।