বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ০৫:৪০

বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি ও প্রদীপ প্রজ্বলন করলেন নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক লীগ

গোলাম মোস্তফা
বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি ও  প্রদীপ প্রজ্বলন করলেন নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক লীগ

শোকাবহ আগষ্ট মাসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করলেন নবগঠিত চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।

সদ্য ঘোষিত জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্যানেল মেয়র অ্যাডঃ মোঃ হেলাল হোসাইন এবং সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে নিয়ে গতকাল ৩১ জুলাই রাতে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন নেতৃবৃন্দ। এরপর রাত ১২টা ১ মিনিটে মোমবাতির আলো জ্বালিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বৈশ্বিক মহামারী করোনা ও চলমান লক ডাউনের কারণে একেবারেই সীমিত পরিসরে এই কর্মসূচীর শুরুতে সংগঠনের সভাপতি অ্যাডঃ হেলাল হোসাইন এবং সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল '৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকদের নির্মম হত্যার শিকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী ও দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। উভয় নেতা এ সময় করোনা থেকে রক্ষায় সকলকে স্বাস্থ্য নীতিমালা মেনে চলার আহবান জানান। পরে নেতৃবৃন্দ স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তৎকালীন জেলা ছাত্রলীগের নেতা শহীদ জিয়াউর রহমান রাজুর কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আতাউর রহমান পাটোয়ারী, জসিম উদ্দিন রাসেল, মাইনুদ্দিন আরিফ সুমন, যুগ্ম সম্পাদক কাউছার আহমেদ কাউছ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়