শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৩ জুন ২০২১, ০৮:৩৫

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ। পাশাপাশি প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও আঞ্চলিক শাখা কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নির্দেশ দেয়া হয়েছে। ২০ জুন রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ জুন সকাল ১১টার সময় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। আগামী ২৪ জুন বিকেল ৩টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ নুরুল আমিন রুহুল। সভাপতিত্ব করবেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ রুহুল আমিন ও পরিচালনা করবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস। বিজ্ঞপ্তিতে আরও বলা আছে, সর্বক্ষেত্রে স্বাস্থ্যবিধি পালন করতে হবে। প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও আঞ্চলিক শাখার স্ব স্ব কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। আলোচনা সভায় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী তুলে ধরতে হবে। আলোচনা সভার পাশাপাশি মিলাদ ও দোয়ার আয়োজন করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কার্যক্রমে অঙ্গ ও সহযোগী সংগঠনকে সমন্বয় করতে হবে। মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় দোয়া-প্রার্থনার ব্যবস্থা নিতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়