রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২২, ১৯:২৮

শেখ রাসেলের জন্মদিনে শিশুদের প্রতি মমত্ববোধ দেখানো শপথ নিতে হবে : আবুল খায়ের পাটওয়ারী

শেখ রাসেলের জন্মদিনে শিশুদের প্রতি মমত্ববোধ দেখানো শপথ নিতে হবে : আবুল খায়ের পাটওয়ারী
অনলাইন ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে শেখ রাসেলের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভার নিবার্হী প্রকৌশলী নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও ক্যাশিয়ার গিয়াস উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

এসময় তিনি বলেন, আমি মায়ের কাচে যাবো, এই কথাটি আজও প্রতিটি সচেতন বাঙ্গালির হৃদয়ে বাজে। ১৫ আগস্টে ঘাতকরা স্বপরিবারে বঙ্গবন্ধু হত্যার সময় শিশুর রাসেলের এই কথাটিও তাদের মন টলাতে পারে নি। এমন নির্দয় মানুষদের কাছে কোন আবেগ অনুভূতির মূল্য ছিল না। কি দোষ ছিল রাসেলের। ওই ছোট শিশুটিতো অবুঝ ছিল। কিন্তু ঘাতকরা তাকেও নিজেদের শত্রু বানিয়ে বুলেটের ঝাঁঝরা করে দিল। একবারও তাদের বুক কাঁপল না। আজ শিশুদের প্রতি মমত্ববোধ দেখানোর জন্য আমাদের শেখ রাসেলের জন্মদিনে তার শেষ কথাটি ও ছোট্ট মুখ দেখে শপথ নিতে হবে।

আমরা কখনোই শিশুদের উপর নিজেদের রাগ ও ক্ষোভের বহি:প্রকাশ ঘটাবো না। কখনই অভিভাবকদের সাথে দ্বন্ধ বা অপরাধের শাস্তি শিশুদের দিব না। কারণ তারাতো এসব সাথে জড়িত না। সে আমার সন্তান বা অন্যকারো সন্তানই হউক না কেন, সকলের প্রতি সমাধিকার ও সহমর্মিতা দেখাতে হবে। কারণ আজকের শিশুই আগামীদের কর্ণধার।

আজ যদি শেখ রাসেল বেঁচে থাকতো , তাহলে হয়তবা ৫৮ বছরের একজন রাজনৈতিক অভিভাবক জাতি পেত।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহার অনি, পৌরসভার সহকারি প্রকৌশলী দেলওয়ার হোসেন, কাউন্সিলর মোহাম্মদ হোসেন, আবুল হাশেম, জাকির হোসেন গাজী, উচ্চমান সহকারি পলি বেগম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়