রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন

চেয়ারম্যান পদে ওচমান পাটোয়ারীর মনোনয়নপত্র দাখিল

চেয়ারম্যান পদে ওচমান পাটোয়ারীর মনোনয়নপত্র দাখিল
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সদ্য বিদায় নেয়া জেলা পরিষদ প্রশাসক এবং সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটোয়ারী।

গতকাল ১৪ সেপ্টেম্বর বুধবার বেলা ১২টার সময় জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুল হাসানের নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন উপস্থিত ছিলেন। প্রার্থীর সাথে ছিলেন সাবেক নির্বাচন কমিশনার প্রার্থীর ভাগ্নে শাহনেওয়াজ, আলহাজ্ব ওমর পাটোয়ারী, সাবেক পৌর কমিশনার হামিম পাটওয়ারী ও মোহাম্মদ আলী জিন্নাহ। সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষদিন। ১৮ সেপ্টেম্বর বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর, ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ এবং ভোটগ্রহণ ১৭ অক্টোবর।

বুধবার বেলা ১টা পর্যন্ত এ জেলা পরিষদের চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৬ জন এবং সংরক্ষিত পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মোট ভোটার ১২৭৩। ভোট হবে ইভিএমে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়