রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২, ০০:০৮

অক্টোবরে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
অক্টোবরে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন

অক্টোবরে অর্থাৎ আগামী মাসে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে জেলা আওয়ামী লীগের অধীন সকল সাংগঠনিক কমিটির (যেগুলো মেয়াদ উত্তীর্ণ এবং সম্মেলন হয় নি) সম্মেলন করে ফেলতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে গতকাল দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। চাঁদপুর জেলা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করে।

গতকাল ১ সেপ্টেম্বর বাংলাদেশ সংসদ মেম্বার্স পার্লামেন্ট ক্লাব সভাকক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। তিনি বলেন, আগামী নির্বাচনের আগে দলকে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ রাখতে হলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলের চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় দল, সেই দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে। কিন্তু আমাদের মধ্যে যেনো প্রতিহিংসায় রূপান্তরিত না হয় সেদিকে সজাগ থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টমণ্ডলী সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম মোহন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ নূরুল আমিন রুহুল, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুর রহমান, জাতীয় পরিষদের অন্যতম সদস্য ড. শামসুল হক ভূঁইয়া, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউছুফ গাজী, সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আসম মাহবুব-উল-আলম লিপন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক গঠিত উপজেলা ভিত্তিক সাংগঠনিক প্রধানগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়