রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৯ আগস্ট ২০২২, ২০:২৩

চাঁদপুরে বিএনপির তৃণমূল পর্যায় বিক্ষোভ কর্মসূচি চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত

অনলাইন ডেস্ক
চাঁদপুরে বিএনপির তৃণমূল পর্যায়  বিক্ষোভ কর্মসূচি চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত

জ্বালানি তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধি, দলীয় নেতা নূরে আলম ও আবদুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে ২২ আগস্ট থেকে চাঁদপুরে বিএনপির যে বিক্ষোভ কর্মসূচি চলছে তা আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম।

সোমবার (২৯ আগস্ট) বিকেলে চাঁদপুরকণ্ঠকে তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চাল-ডাল-তেলসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও এর প্রতিবাদ করতে গিয়ে ভোলায় আমাদের ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম পুলিশের গুলিতে নিহত হন। প্রতিবাদে সারাদেশের ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, থানা ও জেলা পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি কেন্দ্রিয়ভাবে ঘোষণা করা হয়েছে।চাঁদপুরেও পৌর ওয়ার্ড ও উপজেলার ইউনিয়ন সমূহে

উক্ত কর্মসূচি চলমান রয়েছে।

এই প্রতিবাদ আন্দোলনে জনগণের মধ্যে একটি অভূতপূর্ব সারা সৃষ্টি করেছে। তৃণমূলে দলীয় কর্মসূচি পালনে নেতাকর্মিরাও উজ্জীবিত।

এই কর্মসূচি ৩০ আগস্ট পর্যন্ত চলার কথা থাকলেও কেন্দ্রিয় ভাবে আগামী ১০ সেপ্টেস্বর পর্যন্ত এ বিক্ষোভ কর্মসূচি চলবে।

তিনি প্রত্যেক পৌর ওয়ার্ড ও উপজেলার ইউনিয়ন গুলোতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের

ওই সময় পর্যন্ত কর্মসূচি পালনের আহবান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়