প্রকাশ : ২৪ আগস্ট ২০২২, ১৮:৫৫
সরকারের অদক্ষতা, অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের মানুষ কষ্ট পাচ্ছে : লায়ন হারুনুর রশিদ
জ্বালানী তেল, লোডশেডিং, পরিবহন ভাড়া বৃদ্ধি এবং ভোলায় নূরে আলম ও আব্দুর রহিম হত্যার প্রতিবাদে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা,পৌর,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে লাগাতার প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচীর অংশহিসেবে বুধবার (২৪ আগস্ট) ফরিদগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠন বিক্ষোভ সমাবেশ করেছে। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ এর উপস্থিতিতে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের নারকেলতলা বাজার এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচী পালন করে রূপসা উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।
বুধবার (২৪ আগস্ট) বিক্ষোভ শেষে রূপসা ইউনিয়ন ইউনিয়ন সাধারণ সম্পাদক রবিউল আলম বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ বলেন, দেশের মানুষ আজ এক দু:সহ জীবন যাপন করছে। সরকারের অদক্ষতা, অনিয়ম, দুর্নীতির কারণে দেশের মানুষ সীমাহীন কষ্ট পাচ্ছে। মন্ত্রী এমপিদের কারসাজিতে দ্রব্যমূল্য লাগামছাড়া। ফলে মানুষজনকে নিরব র্দুভীক্ষের সামনে পড়ে হয়েছে। বিশ^বাজারে জ¦ালানি তেলের দাম কমলেও সরকার নিজেদের আখের ঘোচাতে দদাম বাড়িয়েছে। এসব নিয়ে বিএনপি যখন আন্দোলন সংগ্রাম করছে, তখন তারা পুলিম দিয়ে গুলি করে আমার ভাইদের হত্যা করছে। এসব নিয়ে আমরা যখনই মিছিল সমাবেশ করতে যাই, বাঁধার সম্মুখিন হই। কিন্তু জালিম সরকারে দিন ঘনিয়ে আসছে। মানুষ ফুঁেস উঠেছে। এবার আর পালাবার পথ পাবে না। তাই সকল নেতাকর্মীকে একিত্রত হয়ে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রীর মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার এবং জালির সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁিপয়ে পড়তে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি আজিজুর রহমান আজিজ,সহসভাপতি ভিপি জাকির, উপজেলা যুবলের সাবেক আহবায়ক ও পৌর বিএনপি’র সভাপতি নাছির উদ্দিন পাটওয়ারী, উপজেলা বিএনপির পৌর বিএনপির সহ-সভাপতি বিল্লাল কোম্পানী, যুগ্মসম্পাদক এমএ টুটুল পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম মাহমুদ রাঢ়ী, সম্পাদক হারুন পাঠান, উপজেলা যুবদল নেতা ও জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সমাবেশে আরো বক্তব্য উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এমএ কাইয়ুম, মনির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহিন আহমেদ ভুইয়া, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল গাফ্ফার , রাশেদ প্রমুখ।