রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৮ আগস্ট ২০২২, ০০:০০

১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার দিবসে চাঁদপুরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে হুঁশিয়ারি

মৃত্যুঞ্জয়ী আওয়ামী লীগের সামনে দাঁড়াবার চেষ্টা করবেন না

ডাঃ দীপু মনির নেতৃত্বে চাঁদপুরের আওয়ামী লীগ ঐক্যবদ্ধ

মৃত্যুঞ্জয়ী আওয়ামী লীগের সামনে দাঁড়াবার চেষ্টা করবেন না
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামাত মদদপুষ্ট জেএমবি কর্তৃক সারাদেশে সিরিজ বোমা হামলার দিবসে চাঁদপুর শহরে বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। চাঁদপুর জেলা, সদর উপজেলা এবং পৌর আওয়ামী লীগের উদ্যোগে এই প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুব মহিলা লীগসহ বৃহত্তর আওয়ামী পরিবারের অসংখ্য নেতা-কর্মী অংশ নেন। গতকাল বুধবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বাসভবনের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরে বের হয়।

সমাবেশে বক্তারা বিএনপি-জামাতকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, আমরা কিছুদিন যাবত দেখছি শান্ত চাঁদপুরকে বিএনপি অশান্ত করার অশুভ তৎপরতা চালাচ্ছে। তারা তাদের সভা-সমাবেশে আমাদের তথা বাঙালির দুর্বলতার জায়গায় আঘাত করছে। তারা বঙ্গবন্ধু এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে নিয়ে নানাভাবে কটাক্ষ করছে। আমরা তাদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, মৃত্যুঞ্জয়ী আওয়ামী লীগের সামনে দাঁড়াবার চেষ্টা করবেন না। আমাদের প্রিয় নেত্রী শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির নেতৃত্বে চাঁদপুরের আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের জন্মই হয়েছে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে। তাই আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখাবেন না। আপনারা যদি রাজনৈতিক শিষ্টাচার বজায় না রাখেন, শালীন না হন, তাহলে আমরা আগামীতে রাজপথে আপনাদের মোকাবেলা করবো। আর ছাড় দেয়া হবে না। আমরা ঘরে বসে থাকবো না। যে কোনো নৈরাজ্য, অরাজকতা ও নাশকতার জবাব দিতে আমরা বঙ্গবন্ধুর সৈনিকেরা প্রস্তুত আছি।

বক্তারা ২০০৫ সালের ১৭ আগস্ট নিষিদ্ধ ঘোষিত জেএমবি কর্তৃক সারাদেশে সিরিজ বোমা হামলার প্রসঙ্গে বলেন, সেদিন চাঁদপুরে আদালতে বোমা হামলায় হাশেম বকাউল মারা গিয়েছিল। এই জেএমবি ছিল বিএনপি-জামাতের মদদপুষ্ট। তাদের মদদে সারাদেশে সেদিন সিরিজ বোমা হামলা চালানো হয়। বিএনপি-জামাতের সেই নাশকতা এবং দেশ বিরোধী অপতৎপরতা এখনো অব্যাহত আছে। এ ব্যাপারে দেশবাসীকে সজাগ এবং সতর্ক থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, উপ-দপ্তর সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর খান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আরর্শাদ মিজি, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, সাধারণ সম্পাদক রুমা পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়