মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১৭ আগস্ট ২০২২, ১৮:০০

বড়কুল পশ্চিম ইউনিয়নে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা

কামরুজ্জামান টুটুল
বড়কুল পশ্চিম ইউনিয়নে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা

হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগি সংগঠনের আয়োজনে মঙ্গলবার বিকালে রামচন্দ্রপুর কাসেমিয়া ছিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন বলেন, হাজীগঞ্জের কুলাঙ্গার রাশেদ চৌধুরীকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করারর দাবী জানাচ্ছি।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনির হোসেন গাজীর সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, ৫ নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সফিকুল ইসলাম মীর, উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম বকুল। এ সময় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার, সিনিয়র সদস্য আলহাজ্ব ছিদ্দিকুর রহমান, যুবলীগের সভাপতি লোটাস মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তব্য শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন, রামচন্দ্রপুর কেন্দ্রিয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মো. আহসান হাবীব। এ সময় তাবারুক বিতরন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাতের সঞ্চালনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সদস্য মুসা কলিমুল্লাহ, আবুল হোসেন আবু, জাকির পাটওয়ারী, আবুল বাশার আটিয়া, আবু হানিফ, জাকির হোসেন, আবু তাহের, ইউনিয়ন যুবলীগ নেতা ইকবাল বেপারী, আহসান হাবীব মুন্সী, তকদির ঢালী, রুবেল হাজী, সুজন কাজী, ইউছুফ, জামাল, মনির মোল্লা, আনোয়ার, ছাত্রলীগ নেতা কাউছার হোসেন গাজী, রবিউল, আল-আমিন, রাছেল হোসেন, সজিব হোসেন, মাইনুদ্দিন, ফয়সাল হোসেন, আব্দুর রহমান, ফরহাদ রেজা, কাউছার মোল্লা, শাকিল পাটওয়ারীসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের প্রায় শহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়