প্রকাশ : ১৬ আগস্ট ২০২২, ২০:৫৩
মতলব দক্ষিণে আ.লীগ ও সহযোগী সংগঠনের জাতীয় শোক দিবস পালন
মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসের কর্মসুচির মধ্যে ছিল দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, শোক র্যালী, দোয়া ও মোনাজাত।
মঙ্গলবার (১৬ আগষ্ট) বিকাল ৪টায় উপজেলার নারায়ণপুর বাস স্ট্যান্ডে ইউনিয়ন আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ৩নং খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. আব্দুল মজিদ প্রধানের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম ঢালীর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা আক্তার আঁখি, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদার, জেলা পরিষদের সাবেক সদস্য আল-আমিন ফরাজী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন মোহাম্মদ কচি, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন কালু, ইউনিয়ন যুবলীগের সভাপতি কাউছার প্রধান প্রমুখ।
এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা সোলাইমান সরকার, ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল মান্নান, আবু সাঈদ কাজী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী হান্নান, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মমিন মিয়াজীসহ দলীয় নেতা কর্মীরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদেরগাঁও ইউনিয়ন যুুুবলীগ নেতা জহিরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. আলাউদ্দিন মিয়াজী, সালাউদ্দিন হাওলাদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা ইফনুস মিয়াজীসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নারায়ণপুর সাহেব বাজার জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ শরীফুল ইসলাম।