রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৬ আগস্ট ২০২২, ১৯:০৯

জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের জাতীয় শোক দিবস পালন

জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের জাতীয় শোক দিবস পালন
অনলাইন ডেস্ক

চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

১৫ই আগস্ট সকালে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান সহ-সভাপতি মোঃ শহীদুল্লাহ মিজি, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর সরদার ও মিজান পাটওয়ারির নেতৃত্বে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এর আগে শহরে শোক র‍্যালিতে অংশ নেয় এবং দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিলে চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের পক্ষ থেকে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান বক্তব্য রাখেন।

এছাড়া জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাকর্মীবৃন্দ।

শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও শোক র‍্যালীতে সদর উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দেওয়ান, জেলা মৎস্যজীবী লীগের যুব বিষয়ক সম্পাদক ওসমান বকাউল, মৎস্য ও পশু সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু বেপারী, উপজেলা মৎস্যজীবী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমদ মাল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া, জেলা মৎস্যজীবী লীগের নেতা মোঃ ইদ্রিস হাওলাদারসহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়