রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৬ আগস্ট ২০২২, ১৮:৪১

মতলবে বিভিন্ন প্রতিষ্ঠানের জাতীয় শোক দিবস পালিত

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে বিভিন্ন প্রতিষ্ঠানের জাতীয় শোক দিবস পালিত

মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মতলব পৌরসভাধীন বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ সময় বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সৈয়দ আহমেদ খানের সভাপতিত্বে ও শিক্ষক মোঃ কামাল উদ্দিন ও নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জুয়েল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাকেন ম্যানেজিং কমিটির সদস্য সিরাজুল ইসলাম প্রধান, আঃ হান্নান কবিরাজ, রতন চন্দ্র লোধ, মিজানুর রহমান জমাদার। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা মোঃ নাছির উদ্দিন, শেফালী রানী দাস, ফাতেমা বেগম প্রমুখ।

নওগাঁও উচ্চ বিদ্যালয় উপাদী উত্তর ইউনিয়নে অন্তর্গত ঐতিহ্যবাহী নওগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবসে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহম্মেদের সভাপতিত্বে সহকারী শিক্ষক আব্দুস সালাম বকাউলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা নুরুল হক আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যোৎসাহী সদস্য মমিনুল হক রতন পাঠান, ম্যানেজিং কমিটির সদস্য মোস্তফা কামাল, মিজান ঢালী, দুধু মিয়া, বলাই, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক হাবিবুর রহমান, আইয়ুব আলী, নাজমুল হাসান, আবু ইউসুফ, রাশেদুল হক মজুমদার, মাহমুদুল হাসান, শাহআলম, দীপা সেন, জাকির হোসেন প্রমুখ।

লিটল স্কলার্স একাডেমি মতলব দক্ষিণ উপজেলার সর্ব-প্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স একাডেমিতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিদ্যালয়ের রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুজ জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন চন্দ্র সাহা, সেলিম প্রধানীয়া, মোঃ আল আমিন, মোঃ জয়নাল, মিজানুর রহমান, প্রমিলা সাহা, তাহমিনা আক্তার প্রমুখ।

বহরী উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী বহরী উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবসে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কালাম গাজী, খোরশেদ আলম মৃধা, খোকন কবিরাজ, সহকারী প্রধান শিক্ষক মনির হোসেন, সিনিয়র শিক্ষক আরী আক্কাছ, সহকারী শিক্ষক অর্জুন চন্দ্র দে, শ্রীধাম চন্দ্র কর্মকার, মহিলা সদস্য শেফালী বেগম প্রমুখ।

বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবসে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্র শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মিলন চন্দ্র শীল। বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মোকশেদ আলী, সহকারী প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, সিনিয়র শিক্ষক প্রদীপ কুমার দত্ত, রাশিদা আক্তার, রুমা রানী গোষ, মালেহাতুন মান্না, মোঃ শরীফুল ইসলাম, মোঃ হাসানুজ্জামান, আব্দুল্লাহ বকাউল প্রমুখ।

মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জাতীয় শোক দিবসে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাখাওয়াত উল্লাহের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জালাল উদ্দিন আহম্মেদ, সিনিয়র শিক্ষক তপন চক্রবর্তী, সায়েরা বেহম, মাহবুবা আক্তার, সহকারী শিক্ষক কাজী মোঃ শহিদ উল্লাহ, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আবু বকর ছিদ্দিক, কামাল হোসেন প্রমুখ।

বরদিয়া কাজী সুলতান আহম্দে উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী বরদিয়া কাজী সুলতান আহম্মেদ উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবসে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে সহকারী শিক্ষক গাজী মোঃ ইউসুফের সঞ্চালনায় বক্তব্য রাখেন ম্যানেসজিং কমিটির সদস্য আল আমিন হাজী, মহিলা অভিভাবক সদস্য খাদিজা আক্তার, সহকারী প্রধান শিক্ষক রাশিদা খানম, সহকারী শিক্ষক বিল্লাল হোসেন, আবু তাহের খান প্রমুখ।

পয়ালী কেবিএম উচ্চ বিদ্যালয় পয়ালী কেবিএম উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়নপুর ইউপির চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার। বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য সামসুদ্দিন, বিদ্যোৎসাহী সদস্য জাকির হোসেন, সহকারী প্রধান শিক্ষক চন্দন চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক বিল্লাল হোসেন, সহকারী শিক্ষক ফয়সাল হোসেন, সোয়াইব হামিদী, ফারজানা ইয়াসমিন প্রমুখ।

হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন তপদারের সভাপতিত্বে সহকারী শিক্ষক সুমন মিজির সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক বশির উল্লাহ, তারেকেশ্বর ঢালী, হাবিবুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়