প্রকাশ : ১৬ আগস্ট ২০২২, ১৮:১৮
চাঁদপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবসে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদান
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে ১৫ ই আগস্ট সোমবার চাঁদপুর শহরের ডায়াবেটিক সিটি সেন্টারে দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ওইদিন সকাল ১১ টায় চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের স্মরণে এ উদ্যোগকে স্বাগত জানাই। এ অনুষ্ঠান আয়োজন করার জন্যে তিনি চাঁদপুর ডায়াবেটিক সমিতি ও চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমতিয়াজ হোসেন, চাঁদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম,নির্বাহী সদস্য সুভাষ চন্দ্র রায়,তমাল কুমার ঘোষ, ডাঃ বিশ্বনাথ পোদ্দার, চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ, ডায়াবেটিক সিটি সেন্টার ও হাসপাতালের মেডিকেল অফিসার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দিনব্যাপী এ অনুষ্ঠানে বিনামূল্যে প্রায় ২'শ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয় এবং তাদের মধ্যে অনেককে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। চিকিৎসা সেবা প্রদান করেন হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফারহানা বিনতে খায়ের।