প্রকাশ : ২৩ জুলাই ২০২২, ২১:৫০
অত্যাচারি কোন দলকে আপনারা সমর্থন দেবেন না : মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
অত্যাচারী কোনো দলকে আপনারা সমর্থন দেবেন না। অত্যাচারীরা কখনো জনগনের সরকার হতে পারে না। এ ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনারা উনাকে সমর্থন দিয়ে আসছে নির্বাচনে ফের প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।
|আরো খবর
শনিবার হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ও পূর্ব ইউনিয়নে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্ভোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
সম্প্রতি সময়ে ঘটে যাওয়া বিষয় নিয়ে মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেন, বিশ্বের অনেক উন্নত দেশ বিদ্যুৎ সমস্যা হচ্ছে। এ ব্যাপারে আমাদেরকে কিছুদিন ধৈর্য ধরতে হবে।
শিক্ষাথর্থীদের উদ্দেশ্য তিনি বলেন, আমাদের সময় বিদ্যালয়গুলো কুঁড়ে ঘরের মতো ছিলো।সে সময় তোমাদের মতো এতো সুন্দর সুন্দর বিদ্যালয় ছিলো না। ক্লাশে ফ্যান লাইট তো কল্পনা করা যায়না। মেট্রিক পর্যন্ত মোমবাতি আর হারিকেনে আমাদের পড়তে হতো।
নিজ নির্বাচনি এলাকার উন্নয়ন নিয়ে মেজর অব রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেন, আমাদের ডাকাতিয়া নদীর উপর ৮টি সেতু, শতভাগ বিদ্যুতায়ন, প্রায় ৮শ ব্রিজ-কালভার্ট নির্মান করা হয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক বা একাধিক ভবন নির্মিত হয়েছে।
অতিতেও বিভিন্ন সরকার দায়িত্ব পালন করেছে, জনগণের টাকাও ছিল। কিন্তু সঠিক পরিকল্পনার ও দক্ষ নেতৃত্বের অভাবে আমাদের কাঙ্খিত উন্নয়ন হয়নি। চারদিকে ছিল শুধু হাহাকার। আর এখন যেদিকে তাকাই, সেদিকেই উন্নয়ন আর উন্নয়ন। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এসব উন্নয়ন সম্ভব হয়েছে।
অনুষ্ঠান বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব রোটা. আহসান হাবীব অরুণ, উপজেলা সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন প্রমুখ।
বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ হাসেম হাসুর সভাপ্রধানে এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. কামাল হোসেন ও প্রধান শিক্ষক মো. রাশেদুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর পরে সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ৪ তলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের এ অংশে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. আবু বকর, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফরিদগঞ্জ নয়ারহাট কলেজের অধ্যক্ষ আবু জাফর মো সামছুদ্দিন, মাদ্রাসার শিার্থী নুসাইবা প্রমুখ। দুপুরে রামচন্দ্রপুর ভুঁইয়া একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ও সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমানের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে ৪ তলা ভীত বিশিষ্ট একতলা ভবনের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিথিবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
বেলা তিনটায় জাকনি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলী আকবর সবুজ ও প্রধান শিক্ষক শরীফা বেগমের সার্বিক ব্যবস্থাপনায় বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম, মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষক ফারহানা বেগম। বিকেলে বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় ৪ তলা ভীত বিশিষ্ট ২য়, ৩য় ও ৪র্থ তলা উর্ধ্বমূখী একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা তকদিল হোসেন, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রোটা. আবু জাফর, যুবলীগের সভাপতি এনায়েত করিম ইসহাক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন পাটওয়ারী।
অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা প্রকৌশলী মো. রেজওয়ানুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী, মানিক হোসেন প্রধানীয়া, ইউসুফ প্রধানীয়া সুমন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও আলহাজ্ব জাকির হোসেন লিটু।
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল ধর, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির লিটন, রোটা. এস.এম মানিক, মহিলা আওয়ামী লীগ নেতা মুক্তা আক্তারসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এ সময় সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মহিবুর রহমান খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, পৌর সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, সাবেক সাধারণ সম্পাদক রাজন সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।