প্রকাশ : ১৭ জুলাই ২০২২, ০০:০০
শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া
ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প কিছু নেই : নাছির উদ্দিন আহমেদ
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেছেন, এক এগারোর সময় জননেত্রী শেখ হাসিনাকে দীর্ঘদিন কারারুদ্ধ করে রাখা হয়েছিলো। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের অবস্থানের কারণে তারা বেশিদিন নেত্রীকে আটকিয়ে রাখতে পারেনি। আওয়ামী লীগ এমন একটি সংগঠন যার জন্ম হয়েছিলো এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে। জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্ব নেয়ার পর তাঁকে হত্যার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে। আল্লাহর রহমতে এবং দেশের মানুষের দোয়ার কারণে আজকে তিনি বেঁচে আছেন। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প কিছু নেই। আপনারা যাই দেখছেন নিজেদের মধ্যে অনৈক্য, একটা সময় ঠিক হয়ে যাবে। আমরা সবাই নৌকা মার্কার লোক, শেখ হাসিনার লোক। আমার আপনার জনগণের এবং দেশের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
১৬ জুলাই শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে দুঃশাসনের কবল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশরত্ন শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া।
তিনি তাঁর বক্তব্যে বলেন, মিথ্যা-বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় জননেত্রী শেখ হাসিনাকে ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার করে। কারা অভ্যন্তরে তাঁকে হত্যার চেষ্টাও করা হয়েছিলো। কিন্তু বঙ্গবন্ধু কন্যা কখনো মাথানত করেননি। আল্লাহর উপর নেত্রীর ভরসা ছিলো।
তিনি কখনো ক্ষমতার জন্যে রাজনীতি করেন না, রাজনীতি করেন জনগণের জন্যে। ওয়ান ইলেভেনের সময়কালে এই চাঁদপুরে নাছির আহমেদসহ আমরা বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে রাজপথে ছিলাম। বিএনপি ক্ষমতায় পৌর নির্বাচনে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে শুধু চাঁদপুর পৌরসভায় নাছির উদ্দিন আহমেদ নির্বাচিত হননি চাঁদপুরে শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীরা বিপুল বিজয় লাভ করে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলামের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিঃ আব্দুর রব ভূঁইয়া, সন্তোষ দাস, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জু মাঝি, জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক দেওয়ান, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ ফেরদৌস মোর্শেদ জুয়েল, সহ-সভাপতি অ্যাডঃ হাবিবুর রহমান লিটু, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী রেনু বেগম, রাবেয়া বেগম, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক বাদল গাজী প্রমুখ।
এ সময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।