রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৭ জুলাই ২০২২, ০০:০০

যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নারীদের সংঘবদ্ধ করে দুঃশাসনকে প্রতিরোধ করতে যুব মহিলা লীগ প্রতিষ্ঠা হয়েছিলো : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

নারীদের সংঘবদ্ধ করে দুঃশাসনকে প্রতিরোধ করতে যুব মহিলা লীগ প্রতিষ্ঠা হয়েছিলো : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি
গোলাম মোস্তফা ॥

বাংলাদেশ আওয়ামী লীরে যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, নারীদের সংঘবদ্ধ ও ঐক্যবদ্ধ করে দুঃশাসনকে প্রতিরোধ করতে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা হয়েছিলো। প্রতিষ্ঠার পর থেকে অপশক্তিকে প্রতিরোধ করতে গিয়ে যতোই বাধা এসেছে যুব মহিলা লীগ কখনো পিছপা হয়নি। ২০০৮ সালে আমরা যে বিশাল বিজয় পেয়েছি, সে বিজয়ে যুব মহিলা লীগের বিরাট ভূমিকা ছিলো।

তিনি বলেন, দেশ আজকে যেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতায় চলছে, তেমনি সমান্তরালভাবে মধ্যযুগীয় সেই ইতিহাসকে পেছনে ফেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীরাও এগিয়ে যাচ্ছে। আজকে নারী সমাজকে সকল কাজে অনুপ্রেরণার কাজটি করছে যুব মহিলা লীগ। বাংলাদেশের মধ্যেই শুধু সীমাবদ্ধ নয়, বিশ্বের নারী রাজনীতিতে যুব মহিলা লীগের সকল কর্মকাণ্ড নারী সমাজকে অনুপ্রাণিত করছে।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে এগিয়ে যাচ্ছে। কিন্তু যারা আমার দেশের মহান স্বাধীনতা নিয়ে বিরোধিতা করেছে, সেই চক্র এখনো মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে ষড়যন্ত্র করছে। তাই সকল অপশক্তি রুখতে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে যুব মহিলা লীগকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

তিনি করোনার প্রাদুর্ভাব সম্পর্কে বলেন, করোনার প্রাদুর্ভাব একটু একটু করে বাড়ছে। তাই আপনারা সকলে মাস্ক পরবেন। মাস্ক ছাড়া বাসা থেকে বের হবেন না। টিকা নিয়ে থাকলেও মাস্কই আপনাকে সুরক্ষা প্রদান করবে।

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বাংলাদেশ যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহিলা লীগ চাঁদপুর জেলা শাখা আয়োজিত র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

গতকাল ৬ জুলাই বুধবার চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় শিক্ষামন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে দোয়া অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভানেত্রী ও পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, দপ্তর সম্পাদক অ্যাডঃ রনজিৎ রায় চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফারহানা জাফর রুমা পাটওয়ারী, জেলা মহিলা লীগ নেত্রী ও জেলা পরিষদের সাবেক সদস্য আয়েশা রহমান লিলি, জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি শিল্পী আক্তার, জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিল্পী মজুমদার, মতলব দক্ষিণ যুব মহিলা লীগের সভাপতি শিউলী আক্তার, কচুয়া যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া বেগম, মতলব উত্তর যুব মহিলা লীগের সভাপতি রেণু বেগম, শাহরাস্তি যুব মহিলা লীগের সভাপতি বকুল ও ফরিদগঞ্জ যুব মহিলা লীগের সভাপতি সুলতানা রাজিয়া দীপু।

জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাজমা আলমের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়