প্রকাশ : ২১ জুন ২০২২, ১৮:৪৫
প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালায় ড. মহীউদ্দীন খান আলমগীর
শেখ হাসিনার উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে প্রগতিশীল ও উন্নত দেশ গড়ে উঠবে
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, শেখ হাসিনার উদ্যোগ সফলতার মধ্য দিয়ে আগামী কয়েক বছরের মধ্যে প্রগতিশীল ও উন্নত সমাজ গড়ে উঠবে। তাই শেখ হাসিনাকে সমর্থন জানানোর আমাদের কর্তব্য ও পবিত্র দায়িত্ব।
|আরো খবর
তাঁর নেওয়া বিশেষ উদ্যোগ সমূহ সঠিক এবং অরো কার্যকর বাস্তবায়ন ভিশন ২০৪১ অর্জনে এবং জাতিসংর্ঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ অর্জনেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এসব উদ্যোগ সমূহ হলো- নারীর ক্ষমতায়ন ,আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিকও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ। এগুলো গ্রামের সাধারণ মানুষের কল্যান ও উন্নতির জন্য। তাঁর নেওয়া এ ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগকে সফল করে তুলতে আমাদের সকলের সর্বাত্বক সহযোগিতা করে প্রমান করে দেব আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তুলবো। সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজসহ কচুয়া উপজেলায় প্রায় ১৭০ জন প্রথম শ্রেনীর সরকারি কর্মকর্তা রয়েছেন। এ সরকারি কর্মকর্তাগণ তাদের দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করলে সমাজে অশিক্ষা, কুসংস্কার ও দারিদ্রতা দূর হওয়া সহ বিভিন্ন ক্ষেত্রে অভুতপূর্ব উন্নয়ন ঘটবে। অর্জিত হবে সরকারের সফলতা।
তিনি গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা ডিজিটাল হল রুমে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ্ এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম ও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার আব্দুল মবিন প্রমুখ।কর্মশালায় প্রধান অতিথি আনসার ও ভিডিপি ৮৪ জন সদস্যদের মাঝে বাই-সাইকেল, ছাতা, লাইট, পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করেন। একই দিন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন শুভ উদ্ভোধন করেন। এছাড়া উভয় বিদ্যালয় কর্তৃক পৃথক পৃথক ভাবে আয়োজিত ছাত্র অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
ছবি: