প্রকাশ : ১৪ জুন ২০২২, ০০:০০
স্বৈরশাসকরা জনগণের দুর্ভোগের তোয়াক্কা করে না : শরীফ মোঃ ইউনুছ
গতকাল ১৩ জুন সোমবার বিকেল ৩টায় ফরিদগঞ্জ বিএনপি কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে ফরিদগঞ্জ উপজেলা পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোঃ ইউনুছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান দুলালের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটোয়ারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মন্জুর, যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন ও শ্রমিক দলের সভাপতি আজিম খান। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান মুফু, বাছির আহমেদ, শাহাদাত হোসেন নয়ন, তাজুল ইসলাম গাজী, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক ফারুক আহমেদ খান, প্রচার সম্পাদক মাসুদ আলম, ক্রীড়া সম্পাদক শামছুল আলম পিন্নু, যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, আমির হোসেন ফারুক খান, পৌর যুবদলের সদস্য সচিব আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের এমরান হোসাইন স্বপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আমজাদ শিবলু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল কাইয়ুম সুমন, যুবদল নেতা মোক্তার মিজি, মহিলা দলের ফরিদা ইয়াসমিন ও শারমিন করিমসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
|আরো খবর
সভাপতির বক্তব্যে শরীফ মোঃ ইউনুছ বলেন, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সরকার ইচ্ছে করে বাড়াচ্ছে। যাতে তাদের লুটপাট করা সহজ হয়। কারণ স্বৈরশাসকরা জনগণের দুর্ভোগের তোয়াক্কা করে না। এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি দায়বদ্ধতা নেই। স্বৈরাচারী শাসক দল সাবেক নয় বছরের স্বৈরাচার দলের সাথে একাকার হয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই দুর্নীতিবাজ মাফিয়া সরকারের পতন ঘটিয়ে জনতার সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও নিঃশর্ত মুক্তি দাবি করেন। তিনি দেশ ও গণতন্ত্রের মুক্তির আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানান।