রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ জুন ২০২২, ২১:৩২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে

ছেংগারচর পৌর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছেংগারচর পৌর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মতলব উত্তর ব্যুরো

আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে বিএনপি-জামাত কর্তৃক প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের পক্ষ থেকে উপজেলার ছেংগারচর পৌরসভায় পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিক্ষোপ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১২ জুন বিকেলে উপজেলার ছেংগারচর বাজার থানা রোড সংলঘ্ন পৌর যুবলীগ কার্যালয়ে বিক্ষোভ মিছিল পূর্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মনির হোসেন বেপারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালীর সঞ্চালনায় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, উপজেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আল মাহমুদ টিটু মোল্লা, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা, উপজেলা শ্রমিকলীগ নেতা মোঃ শামীম প্রধান, ছেংগারচর ডিগ্রি কলেজের ছাত্রলীগের আহ্বায়ক মনির হোসেন, প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ বোরহান চৌধুরী, ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মোঃ খোকন প্রধান, পৌর কৃষকলীগের সভাপতি আঃ কাদির প্রধান, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক চাঁন মিয়া বেপারী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোসলেম দেওয়ান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আঃ মোতালেব সরকার, সাবেক কাউন্সিলর সালাম খান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর ভূঁইয়া, পৌর আওয়ামী লীগ নেতা চাঁন মিয়া সরকার, দিদার মোল্লা, নূরে আলম ঢালী, পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইয়াছিন খান, পৌর যুবলীগ নেতা মোঃ মিলন খান, বাদল ঢালী, রেজাউল করিম ডেঙ্গু, মোহনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিন চৌধুরী, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ সোহেল রানা, মোঃ বিল্লাল হোসেন মিঝি, ইদ্রিস আলী, ইসমাইল হোসেন, আবুল বাশার, মোঃ মানিক বেপারী, মোঃ মঞ্জুর ঢালী, কাউছার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জনি সরকার, মোঃ আল-আমিন, পৌর ছাত্রলীগ নেতা আরমান কাজী, মোহনপুর ইউপির ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর কবিরাজ, শ্রমিকলীগ নেতা কবির সরকার, আমিন মিয়াজী, মোহাম্মদ আলী, ছাত্রলীগ নেতা শান্ত বকাউল শাকিল বকাউল, মাসুম খানসহ ছেংগারচর পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এরপর পৌর যুবলীগ কার্যালয় হতে ৫ শতাধিক নেতা-কর্মীদের সমন্বয়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়