রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ জুন ২০২২, ১২:৪৫

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা

আমরা খুব শীঘ্রই এদেশের ক্ষমতায় আসবো

স্টাফ রিপোর্টার
আমরা খুব শীঘ্রই এদেশের ক্ষমতায় আসবো

উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

১০ জুন শুক্রবার বিকেলে শহরের বিপণীবাগ পার্টি সেন্টারে এই পরিচিতি সভা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদ, যুগ্ম আহ্বায়ক আরিফ উল ইসলাম বলেন, আমরা খুব শীঘ্রই এদেশের ক্ষমতায় আসবো। জনগণ এখন বিকল্প দল হিসেবে গণ অধিকার পরিষদের পতাকাতলে আসতে শুরু করেছে। শুধুমাত্র ভোটের অধিকার নিশ্চিত হলেই আমরা মানুষের সেবায় সংসদে কথা বলার সুযোগ পাবো। তিনি আরও বলেন, এই দলটি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল জনসাধারণের কাছেই জনপ্রিয়। মানুষ এই দলটি গঠিত হওয়ায় স্বস্তির নিঃশ^াস ফেলছে। এর মাধ্যমেই মানুষ নিজেদের মতপ্রকাশ করবে বলে আমরা বিশ^াস করি। তাই কোনোরূপ মামলা হামলার ভয় না পেয়ে রাজপথে লড়াই সংগ্রাম বেগবান করতে সকলে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সদস্য প্রিন্সিপাল এমএ মালেক, গণঅধিকার পরিষদ সংগঠক হাজী মোঃ ইউনুছ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদ আহ্বায়ক সালমান ফার্সি সোহাগ, ভারপ্রাপ্ত সদস্য সচিব খান মুহাম্মদ নিয়াজ মোর্শেদ।

চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সামিউল প্রধান ও সাধারণ সম্পাদক জিএম মানিকের সঞ্চালনায় বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলকে সুসংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার অঙ্গীকার করেন। পরে সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে একটি আনন্দ র‌্যালি নিয়ে শহরের বিপণীবাগ, চিত্রলেখা, ছায়াবাণী, কালীবাড়ী শপথ চত্বর মোড় প্রদক্ষিণ করে অনুষ্ঠানের সমাপ্তি করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়