প্রকাশ : ২৫ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুর পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি নূরুল ইসলাম নূরুর আয়োজনে দোয়া ও ইফতার
চাঁদপুরের উন্নয়নে ডাঃ দীপু মনির অবদান অনস্বীকার্য : মেয়র জুয়েল
আমি চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পদে একজন প্রার্থী : নূরুল ইসলাম নূরু
বিশিষ্ট শিল্পপতি মরহুম এমএ মোমেন ও সালেহা মোমেন এবং সকল মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও ইফতারের আয়োজন করেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সংগঠক আলহাজ্ব নূরুল ইসলাম নূরু।
|আরো খবর
গত ২১ রমজান (২৩ এপ্রিল) চাঁদপুর পৌর আওয়ামী লীগ, সকল ওয়ার্ড আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজনদের ব্যাপক উপস্থিতিতে পুরাণবাজারের অভিজাত এলাকা মমিনবাগে নূরুল ইসলাম নূরুর নিজ বাসভবন প্রাঙ্গণে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। তিনি ইফতারের পূর্বে সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারা সকলে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে দোয়া করবেন, যাতে তিনি সুস্থ থাকেন এবং দেশের উন্নয়নে অব্যাহত কাজ করে যেতে পারেন। তিনি চাঁদপুরের এমপি শিক্ষামন্ত্রীর জন্যেও দোয়া কামনা করেন। তিনি বলেন, চাঁদপুরের উন্নয়নে ডাঃ দীপু মনির অবদান অনস্বীকার্য। চাঁদপুরের উন্নয়নে দীপু মনি অনেক কাজ করেছেন। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ডাঃ দীপু মনির কাছে আবেদন জানাতে চাই, অনতিবিলম্বে চাঁদপুর শহর রক্ষায় যেন স্থায়ীবাঁধ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। তিনি আলহাজ্ব নূরুল ইসলামকেও ধন্যবাদ জানান সুন্দর আয়োজনের জন্য।
তিনি বলেন, দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। এজন্যে শেখ হাসিনা সরকারের সকল উন্নয়ন কার্যক্রম আমাদিগকে মানুষের মাঝে তুলে ধরতে হবে। তিনি আরো বলেন, দেশে একশ্রেণীর মানুষ আছে, যারা লোকের ভালো দেখতে পারেন না, আর আওয়ামী লীগের উন্নয়ন কার্যক্রম চোখে দেখেন না। তিনি এ সকল মানুষের হৃদয়ে যাতে শুভ বুদ্ধির উদয় হয় তার জন্যে দোয়া কামনা করেন।
৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লবের পরিচালনায় অতিথিদের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল ও দপ্তর সম্পাদক এমদাদ হোসেন সেলিম।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী জামে মসজিদের খতিব মাওলানা আল মামুন। নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ সোহেল রানা, মোঃ আব্দুল মালেক শেখ, মহিলা কাউন্সিলর খালেদা আক্তার, বিশিষ্ট সংগঠক মোঃ আরিফুল ইসলাম হৃদয়, মোঃ নেয়ামত ইসলাম, আরিফুল ইসলাম গাজী, ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সভাপতি মিজানুর রহমান খান বাদল, ক্রীড়া সংগঠক আব্দুল মজিদ খান ডেঙ্গু, পারভেজ খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ শরীফ আহমেদ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ইউছুফ মিয়া বাদল, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মানিক, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ কামাল পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ উজ্জ¦ল হোসাইন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজউদ্দিন, সাধারণ সম্পাদক গাজী মোঃ হাসান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির বেপারীসহ পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সকলকে সুস্বাদু ইফতার দ্বারা আপ্যায়িত করা হয়।
দোয়া ও ইফতার শেষে আলহাজ্ব নুরুল ইসলাম নুরুর সভাপ্রধানে পৌর আওয়ামী লীগ ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাণ্ডকর্মীদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল নেতাণ্ডকর্মীদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর জন্যে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আপনারা কেউ ষড়যন্ত্রে কান দিবেন না। আমি মনে করি, চাঁদপুরে পৌর ওয়ার্ড নিয়ে এ যাবৎকাল যত কমিটি হয়েছে তার মধ্যে বর্তমান পৌর আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ড কমিটি স্বচ্ছতা ও বিশ্বস্ততা রক্ষা করে কাজ করছে। আপনারা কেউ বলতে পারবেন না, আমি দায়িত্ব নিয়ে কোথাও কোনো অনিয়ম করেছি। আমি চেষ্টা করেছি সকল সময় দলের হয়ে, আপনাদের হয়ে পাশে থাকতে।
সভায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম নূরু দলের হয়ে, শেখ হাসিনার হয়ে কাজ করার ইচ্ছা পোষণ পূর্বক বলেন, আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, করোনাকালীন সময়ও আমার সামর্থ্যানুযায়ী আপনাদের পাশে থাকতে চেষ্টা করেছি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ঈদের পরই খুব সম্ভবত প্রতিটি কমিটি সম্মেলনের মাধ্যমে পুনর্গঠিত হতে পারে। সে লক্ষ্যে আমি চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পদে একজন প্রার্থী। আপনারা যদি আমায় সমর্থন দেন তাহলে আমি আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে প্রার্থী হবো। আমি এ বিষয়ে চাঁদপুরের গর্ব শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিকে আমার ইচ্ছের কথা জানিয়েছি। নুরুল ইসলাম নুরুর প্রতি উপস্থিত সকল নেতাণ্ডকর্মীই সমর্থন জানান এবং তার হয়ে কাজ করার ইচ্ছে পোষণ করেন। তিনি আসন্ন ঈদ উপলক্ষে ১৫টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে দুঃস্থ নেতা কর্মীদের মাঝে বিতরণের জন্য বস্ত্র বিতরণ করেন।