প্রকাশ : ২৩ এপ্রিল ২০২২, ২১:১৯
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় কচুয়ায় ইউরোপীয়ান জাতীয়তাবাদী ফোরামের ইফতার মাহফিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কচুয়ায় ইউরোপীয়ান জাতীয়তাবাদী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার কচুয়া বিশ্বরোড এলাকায় জম জম হোটেল এন্ড চাইনিজ রেষ্টুরেন্টে ইউরোপীয়ান কচুয়া জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে সংগঠনের সহ-সভাপতি শাহী ইমরান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজালাল প্রধান।
|আরো খবর
- গুপ্টিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল
- খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্যের ইফতার বিতরণ
- আমরা চাঁদপুরে একটি সুন্দর জনসভা করতে চাই জিয়া খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ছাড়া অন্য ছবি থাকলে ব্যবস্থা : শেখ ফরিদ আহমেদ মানিক
ইউরোপীয়ান কচুয়া জাতীয়তাবাদী ফোরামের সহ-আইন বিষয়ক সম্পাদক ফজলে রাব্বির সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম-আহবায়ক একেএম জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাক্ষিক কচুয়া কণ্ঠের সম্পাদক ও প্রকাশক এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিব উল্ল্যাহ হাবিব।
আলোনচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, মাওলানা আতাউল্ল্যাহ। এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।