বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২২, ১৫:২২

কচুয়ায় বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোহাম্মদ মহিউদ্দিন
কচুয়ায় বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মুক্তির দাবিতে কচুয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) সকালে কচুয়া বাইপাস সড়কের আকানিয়া মোড়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে নেতৃত্বে দেন- উপজেলা বিএনপি সভাপতি হুমায়ন কবির প্রধান, সহ-সভাপতি মিজানুর রহমান পাঠান, যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ সেলিম, স্বেচ্ছা সেবক দলের সভাপতি শাহজাহান সিরাজ, সাবেক সভাপতি হুমায়ন কবির, উপজেলা মৎস্য দলের সভাপতি মফিজুল ইসলাম মধু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমান উল্লাহ্, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির হোসেন, উপজেলা যুব-দলের সদস্য সচিব এ্যাড. মাসুদ প্রধানীয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান প্রমুখ। এসময় বিএনপির সমর্থক ও দলীয় শতশত নেতা-কর্মী মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি হুমায়ন কবির প্রধান বলেন, আমাদের নেতা জেলা বিএনপির সভাপতি শেখ আহমেদ মানিক চাঁদপুর জেলার সবচেয়ে জনপ্রিয় নেতা। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি গায়েবি মামলায় চার্জশিট দেয় আদালত। কিন্তু আমাদের নেতা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করে। এ ধরনের মামলায় জামিন যোগ্য। কিন্তু আমরা দেখলাম সম্পূর্ণ রাজনৈতিক কারনে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আমরা কচুয়ার বিএনপির নেতৃবৃন্দ আমাদের নেতা মানিক ভাইয়ের মুক্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথে প্রতিবাদ কর্মসূচি পালন করে যাবো।

একই দিনে উপজেলার শিমুল তলী ও রহিমানগর বাজারে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়