প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০০:০০
২০০০ সালের এইদিনে পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ ইসলামী আদর্শ বাস্তবায়ন পরিষদ ২ দিনব্যাপী নূরানী শিক্ষার উদ্বোধন করে।
২০০১ সালের এইদিনে স্ত্রীকে মারধর করার অপরাধে চাঁদপুর শহরের পুরাণবাজারে এক দপ্তরীকে পুলিশ গ্রেফতার করে।
২০১২ সালের এইদিনে চাঁদপুর পৌর পাঠাগারে সনাক ও টিআইবি আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহম্মেদ।
২০১৩ সালের এইদিনে চাঁদপুরে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, অগ্নি সংযোগসহ সড়কে ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।
২০১৪ সালের এইদিনে চাঁদপুরের সিনিয়র সহকারী জজ ও লিগ্যাল এইড অফিসার মোঃ ইব্রাহীম মিয়ার বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০১৫ সালের এইদিনে চাঁদপুর শহরের পুরাণ আদালতপাড়া থেকে এক হাজার বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেটকার উদ্ধার করে পুলিশ।
২০১৬ সালের এইদিনে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে উপজেলা শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতোয়ার রহমান।
২০১৮ সালের এইদিনে ফরিদগঞ্জের আলোনিয়া গ্রামে মা আলিমের নেছা (৬০)কে হত্যার অপরাধে ছেলে মোঃ সফিকুর রহমান (২৫) কে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয় চাঁদপুরের আদালত।
২০১৯ সালের এইদিনে ফরিদগঞ্জের বিষকাটালী গ্রাম থেকে আলমগীর হোসেন (৪০)কে মাদক মামলায় ও ফরিদগঞ্জ শহরের টিএন্ডটি এলাকা থেকে লাকী বেগম (৩৫)কে গাঁজাসহ আটক করে পুলিশ।