রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২১, ০০:০০

এইদিনে
অনলাইন ডেস্ক

১৯৯৯ সালের এইদিনে চাঁদপুরের তিন কৃতী সাঁতারু বাদশা, ছানাউল্লাহ ও রোকন ঢাকা থেকে দূরপাল্লার সাঁতার কেটে ২৫ ঘণ্টায় চাঁদপুর এসে পৌঁছেন।

২০০০ সালের এইদিনে চাঁদপুর সদরের উত্তর বিষ্ণুদীতে জসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলতে নেমে হোসেন (১৪) নামের এক তরুণ মারা যায়।

২০০৫ সালের এইদিনে দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাস হত্যার প্রতিবাদে চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

২০১২ সালের এইদিনে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে ও ফায়ারের ঘটনায় চাঁদপুর মডেল থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে আহত কেএম শামছুল হুদা ইশতি (২২)-এর বিরুদ্ধে মামলা দায়ের করে।

২০১৩ সালের এইদিনে সন্তান কর্তৃক পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিতকরণের পক্ষে চাঁদপুরে প্রথম মামলা দায়ের করেন হাজীগঞ্জের সুহিলপুর পশ্চিম পাড়া গ্রামের লিয়াকত আলী।

২০১৫ সালের এইদিনে হাইমচরের দক্ষিণ আলগী (টেককান্দি) গ্রামে একমাত্র ছেলেকে নৃশংসভাবে হত্যা করে মা খুকি বেগম।

২০১৬ সালের এইদিনে ছেঙ্গারচর পৌর মায়া বীর বিক্রম অডিটোরিয়ামের উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

২০১৬ সালের এইদিনে কচুয়ার মিয়ার বাজার এলাকায় নসিমনের চাপায় রিফাত হোসেন (৭) নামে এক শিশু মারা যায় ও চালকসহ ৩ জন গুরুতর আহত হয়।

২০১৮ সালের এইদিনে মতলব দক্ষিণের কাশিমপুর পূরণ এলাকায় পাওয়ার ট্রলির চাকায় পিষ্ট হয়ে হৃদয় পাটওয়ারী (১০) নামে এক শিশু মারা যায়।

২০১৯ সালের এইদিনে মতলব দক্ষিণে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির অভিযোগে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। একইদিনে ফরিদগঞ্জে লবণের মূল্য বেশি রাখায় ৩ব্যবসায়ীকে আটক করা হয়।

২০২০ সালের এইদিনে হাজীগঞ্জে মাস্ক না পরায় গণপরিবহনের কয়েকজন চালকসহ ১৩ যাত্রীকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়