প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০০:০০
এইদিনে
২০০১ সালের এইদিনে কচুয়ায় ধর্ষিতাকে আইনি সহায়তা দিতে পাশে দাঁড়ায় চাঁদপুরের মানবাধিকার ব্যুরোর কর্মকর্তারা।
২০০২ সালের এইদিনে হাইমচরের ভাঙ্গন এলাকা পরিদর্শনে দু’মন্ত্রীর আগমন ঘটে।
২০০৪ সালের এইদিনে হাইমচরের বাসিন্দা আব্দুল কুদ্দুস ঢাকায় গ্রেনেড হামলায় নিহত হওয়ার পর হাইমচরে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
২০১২ সালের এইদিনে চাঁদপুর শহরের পুরাণবাজার লোহারপুল সংলগ্ন পশ্চিম শ্রীরামদী রশিদ খাঁর বাড়ির ভাড়াটিয়া সুফিয়ানের মেয়ে মেঘলা (৮) ও আব্দুল কাদের মালের ছোট মেয়ে মীম (১০) খালের পানিতে পড়ে নিখোঁজ হয়।
২০১৩ সালের এইদিনে হাজীগঞ্জের অলিপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে লাকী আক্তার তার স্বামী মোঃ আবুল হোসেন (৩২)-এর লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায়।
২০১৯ সালের এইদিনে ভাষা সৈনিক, নিভৃতচারী সমাজসেবক , সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব, চাঁদপুর ডায়াবেটিক ও মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ এম এ গফুর ঢাকার শমরিতা হাসপাতালে ইন্তেকাল করেন।
২০২২ সালের এইদিনে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন ট্রাব্যুনালের রয়ে ধর্ষন ও হত্যা মামলায় মতলবের রসূলপুর গ্রামের ৪ জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।
২০২৩ সালের এইদিনে হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়নে ভাড়াটিয়া লোকদের মাধ্যমে নিজের গর্ভজাত সন্তান মোঃ আরিফ হোসেন (২৫) কে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মা খুকি বেগম (৪৩) ও পরকীয়া প্রেমিক মোঃ জয়নাল গাজী (২৪) কে মৃত্যুদণ্ড এবং সহযোগী দুই আসামী ইউসুফ মোল্লা (২৭) ও মাহাবুব মোল্লা (২৬) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চাঁদপুরের আদালত।