প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০০:০০
২০০৩ সালের এইদিনে চাঁদপুরের বিভিন্ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে এমপিদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
২০০৫ সালের এইদিনে হাইমচরে পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে ফেলার অপরাধে ১ জন আটক হয়।
২০১২ সালের এইদিনে ফরিদগঞ্জের ধানুয়া গ্রামে ফাতেমা (২০) নামে এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী হারুনুর রশিদ পালিয়ে যায়।
২০১৩ সালের এইদিনে হাজীগঞ্জ বাজারে প্রকাশ্য দিবালোকে জীবন (৬০) নামে এক হরিজন খুন হওয়ার ঘটনায় ঘাতক রাধেশ্যাম আটক হয়।
২০১৫ সালের এইদিনে মতলব উত্তরের লক্ষ্মীপুর গ্রামে মোতালেব হোসেন ইকবাল (৩৫) নামে এক যুবক নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
২০১৬ সালের এইদিনে চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় স্কাইপির মাধ্যমে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
২০১৭ সালের এইদিনে চাঁদপুর সদর উপজেলা পরিষদের আওতাধীন বিভিন্ন সরকারি বিভাগের মাধ্যমে বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীত দুঃস্থ মহিলা, অসচ্ছল প্রতিবন্ধীর ভাতার বই এবং দুঃস্থ অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ করেন ডাঃ দীপু মনি এমপি।
২০১৮ সালের এইদিনে চাঁদপুর রোটারী ক্লাবের ৪৪তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ নুরুল আমিন।
২০২২ সালের এইদিনে ফরিদগঞ্জের পূর্ব আলোনিয়া থেকে গাঁজা ও ইয়াবাসহ হাবি (২৭), আঃ রইমান (৩১) ও কালু (৩৩)কে ফরিদগঞ্জ থানা পুলিশ আটক করে।