প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০০:০০
২০১১ সালের এইদিনে হাইকোর্টের নির্দেশে তৃতীয়বারের মতো চাঁদপুর পৌরসভা নির্বাচন স্থগিত করার প্রতিবাদে জেলা বিএনপি কার্যালয়ে তাৎক্ষণিক সাংবাদিকদের মাঝে প্রতিক্রিয়া ব্যক্ত করেন চারদলীয় জোটের মেয়র প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়া।
২০১৩ সালের এইদিনে হাজীগঞ্জের খাজুরিয়া গ্রামের সুজাত আলীর ছেলে আঃ হামিদ ওরফে রাহাত (২১) নামে এক শিবির কর্মীকে ভ্রাম্যমাণ আদালত ৩ মাসের কারাদণ্ড দেয়।
২০১৪ সালের এইদিনে চাঁদপুর সদরের পশ্চিম কুমারডুগী পাটোয়ারী বাড়ির ভাড়া বাসায় রাবেয়া বেগম (২০) কে তার স্বামী ফয়সাল হাওলাদার হত্যা করে।
২০১৫ সালের এইদিনে ফরিদগঞ্জের রূপসা গ্রামের লাকী আক্তারকে তার স্বামী নূরুজ্জামান পলাশ যৌতুকের জন্যে ঢাকার আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকার বাসায় হত্যা করে।
২০১৬ সালের এইদিনে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনালেখ্য প্রদর্শনী সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল।
২০১৭ সালের এইদিনে চাঁদপুর শহরের পুরাণবাজার পূর্ব শ্রীরামদী গফুর মিয়াজি বাড়ির সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঃ রহিম (৩২) নামে এক অটোবাইক চালক মারা যান।
২০১৮ সালের এইদিনে কচুয়ার সাদিপুরা গ্রামে যৌতুকের দাবিতে শ্বাসরোধ করে স্ত্রী শাহিনুর বেগমকে হত্যার অপরাধে স্বামী এরশাদ উল্যাহকে মৃত্যুদণ্ড এবং চাচা শ্বশুর আবু তাহের মুন্সীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে চাঁদপুরের আদালত।
২০১৯ সালের এইদিনে হাজীগঞ্জের নাটেহরা গ্রামের দক্ষিণ পাড়ায় শিশুকে আদর করায় আলী আজ্জম (৫৮) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়।
২০২০ সালের এইদিনে মতলব উত্তরের ঠাকুর চর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিবলু (২০) নামে এক নির্মাণ শ্রমিক মারা যায়।
২০২১ সালের এইদিনে চাঁদপুরে ১১৯ জনের করোনা শনাক্ত হয়।