প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০০:০০
২০০০ সালের এইদিনে দৈনিক চাঁদপুর কণ্ঠের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যারিস্টার মইনুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২০০৩ সালের এইদিনে দৈনিক চাঁদপুর কণ্ঠের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষাপ্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন ও তথ্য সচিব নাজমুল আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
২০০৪ সালের এইদিনে চাঁদপুর লঞ্চঘাটে এমভি পারাবাত-৪-এর ধাক্কায় মাদ্রাসা রোড লঞ্চঘাটে পন্টুন দু'ভাগ হয়ে ডুবে যায়। এতে অল্পের জন্য ৫ শতাধিক লঞ্চযাত্রী প্রাণে রক্ষা পেলেও আহত হয় ১ জন এবং লঞ্চসহ আটক হয় ৪ জন।
২০০৫ সালের এইদিনে দৈনিক চাঁদপুর কণ্ঠের যুগপূর্তি অনুষ্ঠানে বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী ড. আব্দুল মঈন খান প্রধান অতিথি ছিলেন।
২০০৭ সালের এইদিনে ফরিদগঞ্জের রাজাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মানিক (১৫) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়।
২০১১ সালের এইদিনে ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজাফ্ফর আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
২০১৬ সালের এইদিনে হাজীগঞ্জ পৌর এলাকার সৈকত পাড়ার নতুন বাড়িতে ইভটিজিংয়ের শিকার হয়ে শাহিদা আক্তার মুক্তা (১৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করে।
২০১৯ সালের এইদিনে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে চাঁদপুর কণ্ঠের রজতজয়ন্তীতে দিনব্যাপী ব্যাপক অনুষ্ঠানমালা সম্পন্ন হয়।
২০২১ সালের এইদিনে চাঁদপুর কণ্ঠের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
২০২২ সালের এইদিনে দৈনিক চাঁদপুর কণ্ঠের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়।