প্রকাশ : ১১ জুন ২০২৩, ০০:০০
২০০১ সালের এইদিনে মতলবে প্রকাশ্যে পৌরসভার ইজারা সিডিউল ছিনতাই হয়।
২০০৬ সালের এইদিনে ঝড়-বৃষ্টি মৌসুমে নৌ-দুর্ঘটনা রোধে যৌথ বাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চাঁদপুর লঞ্চ টার্মিনালে ৪টি যাত্রীবাহী লঞ্চ থেকে জরিমানা আদায় করা হয়।
২০০৯ সালের এইদিনে চাঁদপুর শহরের তালতলায় আনোয়ারা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে নির্মমভাবে হত্যা করা হয়।
২০১৩ সালের এইদিনে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আফরোজা ইভটিজিংয়ের দায়ে কাজিরগাঁও গ্রামের নেসী বাড়ির সজিব (১৮)কে ১৫ দিনের বিনাশ্রম জেল প্রদান করেন।
২০১৪ সালের এইদিনে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অপরাধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রমনী রঞ্জন চাকমা চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী এলাকার মিঠু শেখ (২৩) ও কোড়ালিয়ার তামজীর (২৫)কে ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
২০১৬ সালের এইদিনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের আয়োজনে চাঁদপুর প্রেসক্লাবে সম্পাদকদের সাথে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাসস ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ।
২০১৯ সালের এইদিনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহা সড়কে পৃথক দুর্ঘটনায় এমরান হোসেন (৩৪), তার ভাগ্নি ফাতেমা আক্তার (১০) ও ঝর্ণা বেগম (৩৫) নামে তিন সন্তানের জননী নিহত হয়।
২০২১ সালের এইদিনে কচুয়ার খিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন হোসেন (৩৫) নামে এক যুবক মারা যায়।
২০২২ সালের এইদিনে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মনিরা কামাল (২৬)-এর ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করে।