সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২০ মে ২০২৩, ০০:০০

এইদিনে
অনলাইন ডেস্ক

২০১০ সালের এইদিনে হাজীগঞ্জের নওহাটা মিয়াজী বাড়ি ও সাঁড়াসিয়া গ্রামের হাজী বাড়িতে এক রাতে দু'টি ডাকাতি ও নওয়াপাড়া মিজি বাড়িতে রহিমা বেগম (৩০)-এর রহস্যজনক মৃত্যু হয়।

২০১২ সালের এইদিনে মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের ছৈয়াল বাড়ির দোকানের সামনে সড়ক দুর্ঘটনায় চাঁদপুর সদরের রালদিয়া গ্রামের মোঃ আজিদ ভূঁইয়া (৫৫) মারা যান।

২০১৩ সালের এইদিনে চাঁদপুর অরুণ নন্দী সুইমিংপুলে অবিরাম সাঁতার প্রদর্শনীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।

২০১৪ সালের এইদিনে চাঁদপুর শহরের কোড়ালিয়ায় নিজ বসতঘরের ভেতর খুন হন মুক্তিযোদ্ধা নান্নু পাটওয়ারী।

২০১৫ সালের এইদিনে মতলব উত্তরের দুর্গাপুর বাজারে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক মারা যান।

২০১৮ সালের এইদিনে চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাজী বাড়ির মানসিক ভারসাম্যহীন নেশাগ্রস্ত শামীম গাজী (২৫) কে চিকিৎসার জন্যে কুমিল্লা নেয়ার পথে তার ধাক্কায় মা শাহানারা বেগম (৪০) গাড়ি থেকে পড়ে মারা যান।

২০১৯ সালের এইদিনে ফরিদগঞ্জের ঘনিয়া গ্রাম থেকে সালমা বেগম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় নিহতের পিতা মহসিন মিয়া মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ নিহত সালমার শাশুড়ি আলিমুন নেছাকে আটক করে।

২০২১ সালের এইদিনে চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী জনতা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সেলিম গাজী (৪৫) ছাদ থেকে পড়ে মারা যান।

২০২২ সালের এইদিনে চাঁদপুর সদরের ঘোষের হাটে সড়ক দুর্ঘটনায় ফাতেমা ও আবদুল্লাহ পাটোয়ারী নামে দু’জন নিহত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়