প্রকাশ : ১৬ মে ২০২৩, ০০:০০
২০০২ সালের এইদিনে জেলা বিএনপির দিনব্যাপী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
২০১১ সালের এইদিনে মতলব দক্ষিণের কালিকাপুর গ্রামের জসিম উদ্দিন (২৫) ও হাজীগঞ্জের রাজারগাঁও গ্রামের সাব্বির হোসেন (১৭) বজ্রপাতে মারা যান।
২০১২ সালের এইদিনে চাঁদপুর রোটারী ভবনে অনুষ্ঠিত ৪র্থ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার অগ্রযাত্রা-২ পর্বে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় জেলার ৮টি দল।
২০১৩ সালের এইদিনে ঘূর্ণিঝড় মহাসেনের আতঙ্কে হাইমচরের চরকোড়ালিয়া গ্রামের আঃ গণি কবিরাজের স্ত্রী জোবেদা বেগম (৫০) মারা যান।
২০১৪ সালের এইদিনে শাহরাস্তির হোসেনপুরে ফাতেমা আক্তার রিনা (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী মোঃ রুবেল (২৮) কে আটক করে।
২০১৫ সালের এইদিনে ফরিদগঞ্জের লাড়ুয়া গাজি বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাজীগঞ্জের ভাটরা এলাকার হাবীব (৫০) নামে এক কাঠমিস্ত্রি মারা যান।
২০১৬ সালের এইদিনে চাঁদপুর শহরের পালপাড়ায় হিটস্ট্রোকে হালিম ছৈয়াল (৫৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়।
২০১৭ সালের এইদিনে মতলব উত্তরের চরউমেদ গ্রামে কাল বৈশাখী ঝড়ে জোলেখা বেগম (৬৫) মারা যান।
২০১৯ সালের এইদিনে মতলব দক্ষিণের সারপাড় গ্রামে ড্রেজারের বালিচাপা পড়ে তানিয়া আক্তার সিপা (৬) নামে এক শিশু মারা যায়।
২০২২ সালের এইদিনে হাজীগঞ্জের কংগাইশ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ ইশরাক হোসেন (১২) নামে এক কিশোর মারা যায়।