প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩, ০০:০০
২০০৯ সালের এইদিনে চাঁদপুরের মেঘনা নদীর পাড় থেকে ম্যাজিস্ট্রেট শামীমুল হক পাভেল নৌ-পুলিশ ফাঁড়ির সহায়তায় ২টি ড্রেজারসহ ১১ জনকে আটক করে মডেল থানায় সোপর্দ করেন।
২০১১ সালের এইদিনে চাঁদপুর মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউটের একাডেমিক ভবন ও ছাত্রাবাসের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর সদর আসনের এমপি ডাঃ দীপু মনি।
২০১৩ সালের এইদিনে চাঁদপুর সদরের মহামায়া বাজারে অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত হয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধিত হয় এবং উচ্ছৃঙ্খল যুবকরা ফায়ার সার্ভিসের গাড়ি ভাংচুর করে।
২০১৫ সালের এইদিনে কচুয়ার পাড়াগাঁও ফকির বাড়িতে জামাতা সোহাগ রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে শাশুড়ি খোদেজা বেগম (৪৫)কে। এ সময় মাকে বাঁচাতে এসে আহত হয় ঘাতকের স্ত্রী শারমিন আক্তার (১৯)। পরে স্থানীয় জনতা ঘাতক সোহাগকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
২০১৬ সালের এইদিনে চাঁদপুর শহরের ট্রাকঘাট এলাকায় ডাকাতিয়া নদীতে ট্রাক পড়ে চালক মোস্তফা চাপরাশি (৫৫) ও ট্রাকের শ্রমিক আলাউদ্দিন (২৮) নিহত হন।
২০১৭ সালের এইদিনে চাঁদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ব্র্যান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল।
২০১৮ সালের এইদিনে হাজীগঞ্জের সেন্দ্রা গাজী বাড়িতে রাতের বেলা অন্যের নারকেল গাছ থেকে ডাব খাওয়ার অভিযোগে কাউসার আলম (১৮) নামে যুবককে পিটিয়ে হত্যা করা হয়।
২০১৯ সালের এইদিনে হাজীগঞ্জের কাপাইকাপ গ্রামে ট্রাক চাপায় সায়েরা খাতুন (৬২) নামে এক বাকপ্রতিবন্ধী নিহত হন।
২০২১ সালের এইদিনে মতলব উত্তরে সাংবাদিক ও আইনের লোক পরিচয়ে চাঁদা আদায়কালে শফিকুল ইসলাম (৩৭), সোহেল সরকার (৩২) ও মাসুম সরকার (৩৬) কে পুলিশ আটক করে।
২০২২ সালের এইদিনে ফরিদগঞ্জের কাওনিয়া গ্রাম থেকে ফরিদউদ্দিন ভূঁইয়া (২৪) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।