প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩, ০০:০০
২০০৬ সালের এইদিনে ফরিদগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বেলাল হোসেন (৩০)কে পুলিশ গ্রেফতার করে।
২০০৭ সালের এইদিনে চাঁদপুর শহরের পুরাণবাজারে যৌথবাহিনীর সহযোগিতায় চাঁদপুরের পুলিশ প্রশাসন আকস্মিক অভিযান চালিয়ে গোয়ালপট্টির মৃণাল ঘোষের গুদাম থেকে ৫১ বস্তা কারেন্ট জাল উদ্ধার করে।
২০১১ সালের এইদিনে শাহরাস্তির প্রসন্নপুর হাজী বাড়ির সফিকুর রহমানের স্ত্রী মাকছুদা বেগমকে কথিত জ্বিনের বাদশা গাইবান্ধার গোবিন্দগঞ্জের গাউছাপড়ি গ্রামের আবদার আলীর ছেলে আব্দুল খালেক (৩০) ও তার ভাগিনা আনিছুল হক (২২) প্রতারণা করায় দায়েরকৃত মামলায় শাহরাস্তি থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
২০১৩ সালের এইদিনে কচুয়ার বাসাবাড়িয়া এলাকা থেকে নিশ্চিতপুর গ্রামের কলেজ শিক্ষার্থী মামুন অপহৃত হয়।
২০১৪ সালের এইদিনে ফরিদগঞ্জ থানা পুলিশ সাবেক ছাত্রলীগ নেতা সুমন ওরফে বোমা সুমনকে গ্রেফতার করে।
২০১৬ সালের এইদিনে চাঁদপুর-৪ (সাবেক চাঁদপুর-৬) ফরিদগঞ্জ আসনের ৪ বারের নির্বাচিত এমপি কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হায়দার খান ঢাকা অ্যাপোলো হাসপাতালে মারা যান।
২০১৭ সালের এইদিনে ব্যাপক পুলিশ প্রহরায় চাঁদপুর সদরের মৈশাদী বকশি পাটওয়ারী বাড়িতে জঙ্গি শরীফ শাহেদুল আলম বিপুলের লাশ দাফন করা হয়।
২০২০ সালের এইদিনে করোনা ভাইরাস (কোভিড-১৯) রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে অযথা বাসা থেকে বের হওয়া, অনেকে এক সাথে হওয়া, নিরাপদ দূরত্ব বজায় না রাখা এবং হোম কোয়ারেন্টাইন না মানাসহ বিভিন্ন অপরাধে ৫৭ জনকে ৩৪ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়।
২০২০ সালের এইদিনে চাঁদপুরে ৪ জনের করোনা শনাক্ত হয়।