প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩, ০০:০০
১৯৯৯ সালের এইদিনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রথমবারের মতো শাহরাস্তি পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়।
২০০০ সালের এই দিনে হাইমচর উপজেলা পরিষদ কার্যালয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি কর্মসূচি পালন করা হয়।
২০০৩ সালের এই দিনে হাজীগঞ্জের বলাখালে দ্রুতগামী একটি ট্রাক দোকানে ঢুকে গেলে ঘটনাস্থলে ৫ জন নিহত ও ১ জন আহত হয়।
২০০৭ সালের এই দিনে হাজীগঞ্জের বলাখালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমেনা আক্তার লিপি নামে এক স্কুল ছাত্রী গুরুতর আহত হলে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়।
২০১৩ সালের এই দিনে চাঁদপুরের হরিণা ফেরিঘাটের সংস্কারকৃত স্থাপনাদির উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রী মোঃ শাহজাহান খান এমপি।
২০১৫ সালের এই দিনে ফরিদগঞ্জ থানা সংলগ্ন নির্মাণাধীন একটি ৫ তলা ভবনের কাজ করার সময় সাইফুল ইসলাম (১৮) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
২০১৮ সালের এইদিনে চাঁদপুর শহরের বিপণীবাগ থেকে মতলবের উপাদী এলাকার নারী প্রতারক মেঘলা (২৮)কে আটক করা হয়।
২০১৯ সালের এইদিনে কচুয়ার আশারকোটা গ্রামে কলেজ ছাত্র আবু বকর হৃদয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
২০২০ সালের এইদিনে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করা হয় এবং স্বাস্থ্য কমপ্লেক্স তালাবদ্ধ করে দেয়া হয়।
২০২২ সালের এইদিনে চাঁদপুরে ২ জনের করোনা শনাক্ত হয়।