সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩, ০০:০০

এইদিনে
অনলাইন ডেস্ক

১৯৯৯ সালের এইদিনে চাঁদপুর শহরের বড়স্টেশনে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের টিকেট কালোবাজারীর দায়ে চিত্তরঞ্জন ও আঃ ছাত্তার নামে ২ ব্যক্তিকে রেল পুলিশ আটক করে।

২০০৭ সালের এইদিনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর কর্তৃক ‘মহানবী (সাঃ)-এর আদর্শ ও আজকের নারী সমাজ শীর্ষক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের তৎকালীন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বিলকিস আজিজ।

২০১৩ সালের এইদিনে ফরিদগঞ্জের লাড়ুয়া গ্রাম থেকে পুলিশ মনা খাঁ (৪৮) ও তার সহযোগী আরিফ শাহ নামে দুই ডাকাতকে আটক করা হয়।

২০১৪ সালের এইদিনে যুক্তির বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে ৬ষ্ঠ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার ফরিদগঞ্জ উপজেলার প্রান্তিক পর্ব সম্পন্ন হয়।

২০১৬ সালের এইদিনে মতলব দক্ষিণে একাধিক মাদক মামলার আসামী ইবনুল কবির শুভ (২৫) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

২০১৭ সালের এইদিনে ফরিদগঞ্জের পূর্ব বড়ালি শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি।

২০১৯ সালের এইদিনে হাজীগঞ্জের সিদলা গ্রামের হাজী বাড়িতে অগ্নিকাণ্ডে প্রবাসী তাজুল ইসলামের সর্বস্ব পুড়ে ৩০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

২০২১ সালের এইদিনে চাঁদপুরের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে নিখোঁজ মুনসুর বেপারী নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়।

২০২২ সালের এইদিনে চাঁদপুরের নৌ-পুলিশ সুপার কামরুজ্জামানের নেতৃত্বে পদ্মা-মেঘনায় অভিযান চালিয়ে ২২ লাখ মিটার কারেন্ট জাল, ১৫টি নৌকা, ৩৪টি বালু জাহাজ জব্দ করা হয়। এ সময় ১০ জনকে আটক করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়