সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২২ মার্চ ২০২৩, ০০:০০

এইদিনে
অনলাইন ডেস্ক

২০০২ সালের এইদিনে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির জনসভায় বক্তব্য রাখেন তৎকালীন এলজিইডি মন্ত্রী আঃ মান্নান ভূঁইয়া।

২০০৩ সালের এইদিনে সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম আঃ রবের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

২০০৭ সালের এইদিনে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে টিআইবির সহযোগিতায় সচেতন নাগরিক কমিটির উদ্যোগে চাঁদপুরের দু'জন নারীকে সম্মাননা প্রদান করা হয়।

২০০৮ সালের এইদিনে চাঁদপুর সদরের হরিণা ফেরিঘাট প্রাঙ্গণে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল ও চ্যানেল আই হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগে কৃষকদের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব চাঁদপুরের কৃতী সন্তান শাইখ সিরাজ।

২০১৩ সালের এইদিনে হাজীগঞ্জের আলীগঞ্জে বোগদাদ বাসের চাকায় পিষ্ট হয়ে শ্রেয়া বণিক (৫) নামে এক শিশুর করুণ মৃত্যু ঘটে।

২০১৪ সালের এইদিনে মতলব উত্তরের মমরুজকান্দি জামে মসজিদ সংলগ্ন স্থানে সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া জেলার ইঞ্জিঃ সিরাজুল ইসলাম (৪৪) নিহত হন এবং তার দু’সন্তান মাইসা (৯) ও আবির (৬) আহত হয়।

২০১৫ সালের এইদিনে চাঁদপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সাংসদ ডাঃ দীপু মনি।

২০১৭ সালের এইদিনে ফরিদগঞ্জের রুদ্রগাঁও গ্রামের তালুকদার বাড়ির জুয়েল তালুকদারের স্ত্রী আয়েশা বেগম (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

২০১৮ সালের এইদিনে শাহরাস্তির পূর্ব উপলতা গ্রামে ভাতিজি রুমা আক্তার (২২) কে শ্বাসরোধ করে হত্যা করার অপরাধে চাচী জান্নাতুল ফেরদৌস মায়া (৪০) ও জহিরুল ইসলাম (৪৫)কে মৃত্যুদণ্ড দিয়েছে চাঁদপুরের আদালত।

২০২০ সালের এইদিনে ফরিদগঞ্জের মদনেরগাঁও এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় শফিকুর রহমান উকিল (৬০) নিহত হন।

২০২২ সালের এইদিনে চাঁদপুরে ৪ জনের করোনা শনাক্ত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়