প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ০০:০০
২০০০ সালের এইদিনে চাঁদপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর একেএম ইউনুছ মারা যান।
২০০১ সালের এইদিনে চাঁদপুরের প্রবীণ সাংবাদিক এমএমএ বাতেনের মৃত্যুতে চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
২০০২ সালের এইদিনে সাবেক প্রতিমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর গ্রেফতার হন।
২০১১ সালের এইদিনে মতলব দক্ষিণের নবকলস এলাকায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে আয়েশা (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে। একই দিনে ফরিদগঞ্জের চরমান্দারী গ্রামে মোঃ জাকির হোসেন (২৮) কীটনাশক খেয়ে আত্মহত্যা করে।
২০১২ সালের এইদিনে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাতের নেতৃত্বে চাঁদপুরের ৭ সাংবাদিকের একটি দল কোলকাতার উদ্দেশ্যে যাত্রা করে।
২০১৫ সালের এইদিনে মতলব উত্তরের বেগমপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে সপ্তম শ্রেণীর ছাত্র সাকিব (১২) বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।
২০১৬ সালের এইদিনে চাঁদপুর শহরের পুরাণবাজার ডিগ্রি কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
২০২১ সালের এইদিনে চাঁদপুর শহরের ব্যাংক কলোনীতে মাইমুনা জারিন (৯) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
২০২২ সালের এইদিনে চাঁদপুরে ২ জনের করোনা শনাক্ত হয়।