প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২, ০০:০০
২০০০ সালের এইদিনে চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার ও মহিলা কমিশনারদের শপথ পাঠ করান।
২০০২ সালের এইদিনে চাঁদপুরের রাজনীতিক সফিউদ্দিন আহমেদ জাতীয়ভাবে শ্রেষ্ঠ শিক্ষানুরাগী হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। একইদিন চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপিকা ফৌজিয়া রুমির স্মরণে কলেজ ক্যাম্পাসে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
২০০৩ সালের এইদিনে চাঁদপুরের কৃতী সন্তান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হারুনুর রশিদ মারা যান।
২০১২ সালের এইদিনে চাঁদপুর রোটারী ক্লাবে ঈদ পুনর্মিলনী ও চার্টার ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান আলহাজ্ব ডাঃ এমএ গফুরের ৮০তম জন্মদিন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০১৫ সালের এইদিনে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সহযোগিতায় তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা একেএম শামীম চৌধুরী।
২০১৬ সালের এইদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ীর ক্রেস্ট গ্রহণ করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।
২০১৮ সালের এইদিনে জামায়তে ইসলামী চাঁদপুর জেলা আমীর, ২০ দলীয় জোটের অন্যতম নেতা অধ্যক্ষ মাওঃ আব্দুর রহিম পাটোয়ারীকে চাঁদপুরের ডিবি পুলিশ আটক করে।
২০১৯ সালের এইদিনে মতলব উত্তরের ছোট চরকালিয়া আশ্রয়ন প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
২০২০ সালের এইদিনে হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নে অটোরিকশা উল্টে মঞ্জু মিয়া (৭০) নামে এক হালিম বিক্রেতা মারা যান।
২০২১ সালের এইদিনে চাঁদপুরের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ মোস্তাক হায়দার চৌধুরী ইন্তেকাল করেন।