প্রকাশ : ২৩ অক্টোবর ২০২২, ০০:০০
২০০২ সালের এইদিনে আওয়ামী লীগ নেতা ও চাঁদপুর সদরের ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আলম মোল্লা মারা যান।
২০০৩ সালের এইদিনে শাহরাস্তির কাঁকৈরতলা বাজারে বোগদাদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে ঘটনাস্থলে ৩ জন নিহত ও ৩০ জন আহত হয়।
২০০৯ সালের এইদিনে বর্ণাঢ্য ও প্রাণবন্ত আয়োজনে সম্পন্ন হয় দ্বিতীয় সিডিএমণ্ডদৈনিক চাঁদপুর কণ্ঠ বিতর্ক উৎসব।
২০১১ সালের এইদিনে শাহরাস্তির বেরকী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে কবিরাজ সায়েদুল ইসলাম (৪০)-এর রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী লুৎফুর নাহারকে পুলিশ আটক করে।
২০১৪ সালের এইদিনে কচুয়া পৌরসভাধীন ফায়ার সার্ভিস সংলগ্ন সুরমা বাসে আবু পাটোয়ারী (৫৫) নামের এক যাত্রীর রহস্যজনক মৃত্যু হয়।
২০১৫ সালের এইদিনে চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ কামাল।
২০১৭ সালের এইদিনে চাঁদপুর শহরের আলীম পাড়ায় গোপন বৈঠক চলাকালে চাঁদপুর মডেল থানা পুলিশ কুমিল্লা মহানগর ও চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী এবং মহিলা জামায়াতের নেত্রীসহ ১১ জনকে আটক করে।
২০১৮ সালের এইদিনে চাঁদপুর পুরাণবাজার কয়লাঘাটস্থ নান্নুর স'মিলে গাছের গুঁড়ির চাপায় জয়নাল শেখ (৪০) নামে এক শ্রমিক মারা যান। একইদিনে ফরিদগঞ্জের খাড়খাদিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র সাইফুর রহমান আফিফ (১৩) এবং চাঁদপুর সদরের দাসদী এলাকায় সড়ক দুর্ঘটনায় ফেরদৌস খান নিহত হয়।
২০১৯ সালের এইদিনে হাজীগঞ্জের আলীগঞ্জস্থ চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর অফিসের সামনে গাড়ির ধাক্কায় মেহেদী হাসান বাবুল (২৫) নামে এক মোটর সাইকেল চালক নিহত হন। একইদিনে মতলব উত্তরের আদুরভিটি গ্রামে অটোবাইকের চাপায় শামীমা (৫) নামে এক শিশু মারা যায়।
২০২০ সালের এইদিনে চাঁদপুর শহরের পুরাণবাজার ইউসুফ কোম্পানীর অটোবাইকের গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক হোসেন (২৮) নামে এক অটোবাইক চালক মারা যান।