প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
২০০৮ সালের এইদিনে চাঁদপুর শহরের পুরাণবাজারের নিকট মেঘনা নদীতে এমভি গাজী-৪ নামের যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে ৩ জন নিখোঁজ হয়।
২০১০ সালের এইদিনে চাঁদপুর লঞ্চঘাট থেকে এমভি আল বোরাক নামে যাত্রীবাহী লঞ্চ থেকে পুলিশ মোঃ আব্দুল নামে এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করে এবং কেবিনে থাকা মারজানা আক্তার মনি (২৮) নামে এক নারীকে আটক করে।
২০১২ সালের এইদিনে চাঁদপুরের মেঘনায় ইট বোঝাই ট্রলার ডুবে লতিফ গাজী নামে এক শ্রমিক নিখোঁজ হয়।
২০১৩ সালের এইদিনে প্রবল ঘূর্ণিস্রোতের কারণে চাঁদপুর হরিণা ফেরিঘাট এলাকার পন্টুনের স্থান ভেঙ্গে গেলে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।
২০১৪ সালের এইদিনে হাজীগঞ্জ থানা পুলিশ চাঁদাবাজি মামলায় হাজীগঞ্জ শহর ছাত্রলীগ সভাপতি শুক্কুর আলম শুভকে আটক করে।
২০১৫ সালের এইদিনে চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
২০১৮ সালের এইদিনে ১০ম পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার উল্লাস (ফাইনাল) চাঁদপুর শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়।
২০১৯ সালের এইদিনে শাহরাস্তি পৌর যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি নেতা শাহজাহান মজুমদার সাজু সড়ক দুর্ঘটনায় মারা যান।
২০২১ সালের এইদিনে ফরিদগঞ্জ থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত ও ছিনতাইকারী চক্রের প্রধান অভিযুক্ত রবিনসহ ৫জনকে আটক করে।